নিজস্ব প্রতিবেদক:
নগরীর আকবরশাহ থানাধীন পুরাতন টোলরোডের বেড়িবাধ সংলগ্ন ব্রিক ফিল্ড এর সামনে থেকে ছিনতাইকৃত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্রের এক লাখ ৩৫ হাজার টাকা মূল্যের দুটো আইফোন ও নগদ টাকা এবং ২টি ছোরাসহ ৫ ছিনতাইকারীকে ৮ ঘন্টার মধ্যে আটক করল পুলিশ।
বৃহস্পতিবার (১১ আগস্ট) মধ্যে রাতে অভিযান চালিয়ে তাদের কে আটক করা হয়।
আটককৃতরা হলেন, আনোয়ার হোসেন সাদ্দাম (২৪), আবদুল আলিম (২০), শাহাদাত হোসেন (২২), মোঃ নূর হোসেন প্রঃ রবিন (২২) ও সুমন হোসেন (১৯)।
আকবর শাহ থানার ওসি বলেন, গতকাল বৃহস্পতিবার বিকালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের ছাত্র হাসিবুর রহমান এক বন্ধু সহ বেড়াতে যায় পতেঙ্গা সী-বীচে। সেখান থেকে তারা সন্ধ্যা অনুমান ০৬.৪০ ঘটিকার দিকে আসে আকবরশাহ থানাধীন পুরাতন টোলরোডের বেড়িবাধ সংলগ্ন ব্রিক ফিল্ড এর সামনে। দুই জন সেখানে বসে গল্প করার সময় হঠাৎ ০৫ জন ছিনতাইকারী এসে তাদের গলায় ছুরি ধরে, মারধর করতঃ ভয়ভীতি দেখিয়ে তাদের নিকট থেকে একটি iPhone-11 Pro, মূল্য ৯৫,০০০/- টাকা, POCO-X3 Pro, মূল্য ২৭,০০০/- টাকা ও একটি ITEL, মূল্য -১২,০০০ টাকা এবং নগদ ৩,৯০০/- টাকা ছিনিয়ে নিয়ে যায়।
ভিকটিমদের মৌখিক অভিযোগের ভিত্তিতে থানা পুলিশ রাতব্যাপী অভিযান পরিচালনা করে আনোয়ার হোসেন সাদ্দাম (২৪), আবদুল আলিম (২০), শাহাদাত হোসেন (২২), মোঃ নূর হোসেন প্রঃ রবিন (২২) ও সুমন হোসেন (১৯) নামের ৫ ছিনতাকারীকে গ্রেপ্তার করে।
তাদের নিকট থেকে সকল মোবাইল ও সমূদয় টাকা উদ্ধার করা হয়েছে। এছাড়া ঘটনায় ব্যবহৃত ২টি টিপ ছোরা উদ্ধার করা হয়েছে । গ্রেফতারকৃত আসামীদের ৩ জনের বিরুদ্ধে চুরি, ছিনতাই এর উদ্যোগ, অস্ত্র আইন ও দ্রুত বিচার আইনে পূর্বের একাধিক মামলা আছে।
আসামীদের বিরুদ্ধে আইন শৃঙ্খলা বিঘ্নকারী অপরাধ( দ্রুত বিচার আইন)-এ মামলা রুজু পূর্বক অদ্য বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়।