নিজস্ব প্রতিবেদক:
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের পরীক্ষা সংক্রান্ত জরুরী বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।
[caption id="attachment_1365" align="alignnone" width="300"] বিজ্ঞাপন[/caption]
বুধবার (২৩ ফেব্রুয়ারী) চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার (তথ্য) এর স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
[caption id="attachment_881" align="alignnone" width="300"] বিজ্ঞাপন[/caption]
প্রাণিবিদ্যা বিভাগ
চবি প্রাণিবিদ্যা বিভাগের ২য় বর্ষ বি.এসসি. (সম্মান) ২০২০ কোর্স নং-২০১ থেকে ২১১ এর পরীক্ষাসমূহ আগামী ২৭.৩.২০২২ থেকে ১৫.৫.২০২২ তারিখ পর্যন্ত প্রতিদিন বেলা ১১ টা থেকে শুরু হবে।
[caption id="attachment_883" align="alignnone" width="300"] বিজ্ঞাপন[/caption]
আরবী বিভাগ
চবি আরবী বিভাগের ২০২০-২০২১ শিক্ষাবর্ষে এম.এ. কোর্সে ভর্তির তারিখ ঘোষণা করা হয়েছে। বিলম্ব ফি ব্যতীত ২৮.২.২০২২ তারিখ এবং বিলম্ব ফিসহ আগামী ১০.৩.২০২২ তারিখ পর্যন্ত ভর্তি হওয়া যাবে।
[caption id="attachment_882" align="alignnone" width="300"] বিজ্ঞাপন[/caption]
দর্শন বিভাগ
চবি দর্শন বিভাগের ২০২০-২০২১ শিক্ষাবর্ষে এম.এ. কোর্সে ২২.২.২০২২ তারিখ থেকে ভর্তি/পুনঃভর্তি শুরু হয়েছে। বিলম্ব ফি ব্যতীত ২৩.৩.২০২২ তারিখ এবং বিলম্ব ফিসহ আগামী ৪.৪.২০২২ তারিখ পর্যন্ত ভর্তি হওয়া যাবে।
[caption id="attachment_1395" align="alignnone" width="218"] বিজ্ঞাপন[/caption]
পদার্থবিদ্যা বিভাগ
চবি পদার্থবিদ্যা বিভাগের ৪র্থ বর্ষ বি.এসসি. (অনার্স) ২০২০ কোর্স নং-৪০১ থেকে ৪০৭ এর পরীক্ষাসমূহ আগামী ১০.৩.২০২২ থেকে ১৭.৪.২০২২ তারিখ পর্যন্ত প্রতিদিন সকাল ১০.৩০ টা থেকে শুরু হবে।