নিজস্ব প্রতিবেদক:
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ঝর্ণায় গোসল করতে নেমে রাকিবুল রশিদ জিসান নামে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।
[caption id="attachment_1365" align="alignnone" width="300"] বিজ্ঞাপন[/caption]
রোববার (১৬ অক্টোবর) দুপুরে কলার ঝুপড়ির পাশের ঝর্ণায় এ ঘটনা ঘটে।
[caption id="attachment_881" align="alignnone" width="300"] বিজ্ঞাপন[/caption]
সে চট্টগ্রামের রেলওয়ে পাবলিক হাইস্কুলের এবারের এসএসসি পরীক্ষার্থী ছিল।
পানিতে ডুবে মারা যাওয়া জিসানের বন্ধুরা জানান, সকাল সাড়ে ৭টার ট্রেনে আমরা সাত বন্ধু শহর থেকে চবি ক্যাম্পাসে ঘুরতে আসি। এরপর ক্যাম্পাসের বিভিন্ন স্থান দেখা শেষে বেলা ১১টায় ঝর্ণায় আসি। একপর্যায়ে আমরা ৪/৫ গোসল করতে পানিতে নামে। সাঁতার না জানায় হঠাৎ করেই জিসান স্রোতে তলিয়ে যায়।
[caption id="attachment_1395" align="alignnone" width="218"] বিজ্ঞাপন[/caption]
হাটহাজারী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সিনিয়র সেকশন অফিসার শাহজাহান বলেন, আজকে দুপুর ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের দুই পাহাড়ের মাঝের ঝুঁকিপূর্ণ ঝর্ণায় একজন তলিয়ে গেছে এমন খবর পেয়ে তাৎক্ষণিক আমরা ফায়ার সার্ভিসের প্রাইমারি ইউনিট পাঠিয়ে দিই। তারা দুপুর সোয়া ১টার দিকে ঝর্ণা থেকে ভাসমান অবস্থায় ওই ছাত্রের লাশ উদ্ধার করা হয়।
প্রক্টর ড. রবিউল হাসান ভূইয়া বলেন, এই ঝুঁকিপূর্ণ ঝর্ণায় প্রবেশপথে সাবধান করে সাইনবোর্ডও লাগানো আছে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সাধারণত এখানে যায় না। এরা বাইরের শিক্ষার্থী। তাই এমন দুর্ঘটনা ঘটেছে।