নিজস্ব প্রতিবেদক:
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় রাজনীতি বিজ্ঞান বিভাগের অবসরপ্রাপ্ত প্রফেসর ড. মখদুম-ই-মুলক মাশরাফীর মৃত্যুতে উপাচার্য প্রফেসর ড. শিরীণ আখতার ও উপ-উপাচার্য (একাডেমিক) প্রফেসর বেনু কুমার দে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।
তাঁরা মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জ্ঞাপন করেন। এ শিক্ষাবিদের মৃত্যুশোক যাতে তাঁর পরিবার পরিজন কাটিয়ে উঠতে সক্ষম হন তার জন্য উপাচার্য ও উপ-উপাচার্য পরম করুণাময় সৃষ্টিকর্তার দরবারে প্রার্থনা করেছেন।
উপাচার্য ও উপ-উপাচার্য এক শোক বাণীতে বলেন, ড. মখদুম-ই-মুলক মাশরাফী ছিলেন অত্যন্ত মেধাবী, বিনয়ী, মার্জিত, সদা হাস্যোজ্জ্বল একজন নিবেদিতপ্রাণ শিক্ষক। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শিক্ষকতা জীবনে তিনি যে মেধা, প্রজ্ঞা ও অভিজ্ঞতার স্বাক্ষর রেখেছেন চবি কর্তৃপক্ষ তা শ্রদ্ধাভরে স্মরণ রাখবে।