নিজস্ব প্রতিবেদক:
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় পদার্থবিদ্যা অ্যালামনাই অ্যাসোসিয়েশনের উদ্যোগে গুণীজন সংবর্ধনা ও ইফতার মাহফিলের' আয়োজন করা হয়েছে।
[caption id="attachment_1365" align="alignnone" width="300"] বিজ্ঞাপন[/caption]
শুক্রবার (১৫ এপ্রিল) বিকেল ৫ টায় চট্টগ্রাম শহরের একটি রেস্টুরেন্টে 'গুণীজন সংবর্ধনা ও ইফতার মাহফিলের' আয়োজন করা হয়েছে।
[caption id="attachment_881" align="alignnone" width="300"] বিজ্ঞাপন[/caption]
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. শিরীণ আখতার; বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চবি উপ- উপাচার্য (একাডেমিক) প্রফেসর বেনু কুমার দে ও চবি পদার্থবিদ্যা বিভাগের সভাপতি প্রফেসর ড. মোঃ মোয়াজ্জেম হোসেন মিয়া।
[caption id="attachment_883" align="alignnone" width="300"] বিজ্ঞাপন[/caption]
চবি পদার্থবিদ্যা অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি প্রফেসর ড. দিল আফরোজ বেগমের সভাপতিত্বে অনুষ্ঠিত সংবর্ধনা সভা সঞ্চালনা করেন উক্ত বিভাগের প্রফেসর ড. এ কে এম মাঈনুল হক মিয়াজী ও এনআইটি ইঞ্জিনিয়ারিং কলেজের অধ্যক্ষ আহসানুল হাবিব।
সংবর্ধিত অতিথিবৃন্দ হলেন- চট্টগ্রাম প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. কাজী শামীম সুলতানা, চবি বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. মোহাম্মদ নাসিম হাসান ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মন্ত্রী পরিষদ বিভাগের উপসচিব মোহাম্মদ খোরশেদ আলম খান।
[caption id="attachment_310" align="alignnone" width="212"] বিজ্ঞাপন[/caption]
উপাচার্য তাঁর বক্তব্যে সংবর্ধিত অতিথিসহ উপস্থিত সকলকে পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা জানান। তিনি বলেন, পদার্থবিদ্যা বিভাগ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে একটি সমৃদ্ধ বিভাগ। এ বিভাগে গঠিত হয়েছে একটি শক্তিশালী অ্যালামনাই অ্যাসোসিয়েশন। এ অ্যাসোসিশনের আয়োজনে গুণীজন সংবর্ধনা একটি মহতী উদ্যোগ।
তিনি বলেন, আজকে যাঁদের সংবর্ধনা প্রদান করা হচ্ছে তাঁরা স্ব স্ব ক্ষেত্রে সফল ব্যক্তিত্ব। এ সকল সফল ব্যক্তিদের আদর্শ অনুসরণের মাধ্যমে বর্তমান প্রজন্ম আলোকিত মানুষ হিসেবে গড়ে উঠতে পারে।
[caption id="attachment_2711" align="alignnone" width="300"] বিজ্ঞাপন[/caption]
অনুষ্ঠানে অ্যালামনাই অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে চবি পদার্থবিদ্যা বিভাগের জন্য বিভাগের সভাপতির কাছে ২টি এয়ারকন্ডিশনার হস্তান্তর করা হয়।
অনুষ্ঠানে অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক এ এইচ এম হাবিবুল্লাহসহ অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।