নোটিশ :
hathazarinews.com ওয়েব সাইটে আপনাকে স্বাগতম...
সংবাদ শিরোনাম:
হাটহাজারীতে পাইপ ফিটারের কাজ করতে গিয়ে বিদ্যুৎষ্পৃষ্টে মিস্ত্রির মৃত্যু হাটহাজারীতে বেপরোয়া গতির বাসের ধাক্কায় প্রাণ গেলো ব্যাংক কর্মকর্তার: গুরুতর আহত ৩ হাটহাজারীতে দেশী অস্ত্রসহ ছিনতাইকারী গ্রেফতার  জাল সনদ তৈরীর দায়ে দোকান মালিকের জেল ধলইয়ের শান্তিরহাট ইটভাটা গুড়িয়ে দিলো এসিল্যান্ড মেখল ইউনিয়নে অগ্নিকান্ডে পুড়ে ছাই ৩ দোকান চট্টগ্রাম জেলা পুলিশের বিশেষ চেকপোস্ট ও নিরাপত্তা মহড়া কৃষকের হাট” উদ্বোধন করলেন চট্টগ্রাম জেলা প্রশাসক কুয়াইশ রহমানিয়া কাদেরীয়া সুন্নিয়া দাখিল মাদ্রাসা বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত চারিয়ার ৫টি ইটভাটাকে ৬ লাখ টাকা জরিমানা করলেন জেলা প্রশাসন
চবিতে ‘অঙ্গন’ এর ৩৩তম বর্ষপূর্তি উদযাপিত

চবিতে ‘অঙ্গন’ এর ৩৩তম বর্ষপূর্তি উদযাপিত

নিজস্ব প্রতিবেদক:
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসস্থ সাংস্কৃতিক সংগঠন ‘অঙ্গন’ এর ৩৩তম বর্ষপূর্তি উৎসব বর্ণাঢ্য আয়োজনে ক্যাম্পাসে উদযাপিত হয়েছে।

বৃহস্পতিবার (১৬ মার্চ) বিকাল সাড়ে ৪টার দিকে ডেপুটি রেজিস্ট্রার দিবাকর বড়ুয়ার স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. শিরীণ আখতার এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চবি উপ-উপাচার্য (একাডেমিক) প্রফেসর বেনু কুমার দে।

উপাচার্য তাঁর বক্তব্যে ‘অঙ্গন’ এর সদস্যবৃন্দসহ উপস্থিত সকলকে শুভেচ্ছা জানিয়ে বলেন, ‘অঙ্গন’ চবি ক্যাম্পাসে অন্যতম একটি সাংস্কৃতিক সংগঠন। এ সংগঠনের শিল্পী-কলাকুশলীরা তাদের সাংস্কৃতিক কার্যক্রম যেভাবে অব্যাহত রেখেছে তা অত্যন্ত প্রশংসনীয়।

তিনি বলেন, শিক্ষার্থীদের আলোকিত মানুষ হিসেবে গড়ে উঠতে হলে একাডেমিক শিক্ষার পাশাপাশি সাংস্কৃতিক চর্চা অপরিহার্য। উপাচার্য ‘অঙ্গন’ এর ৩৩তম বর্ষপূর্তি উদযাপনের সার্বিক সাফল্য কামনা করেন।

এতে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চবি কলা ও মানববিদ্যা অনুষদের ডিন প্রফেসর ড. মোহাম্মদ মাহবুবুল হক, চবি বনবিদ্যা ও পরিবেশ বিজ্ঞান ইনস্টিটিউটের প্রফেসর ড. মোঃ দানেশ মিয়া, চবি বাংলা বিভাগের প্রফেসর ড. মোহাম্মদ আনোয়ার সাঈদ এবং চবি আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের প্রফেসর ড. মোহাম্মদ ফরিদুল আলম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চবি নৃবিজ্ঞান বিভাগের প্রফেসর ড. রাহমান নাসির উদ্দিন।

এতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উদযাপন কমিটির আহবায়ক শ্রভ্রা চক্রবর্তী, সংগঠনের সিনিয়র সদস্য মনিরুল হক, শাহানা আকতার রেবী এবং মুমতাহিনা জুঁই।

পূর্বাহ্নে অঙ্গন এর ৩৩তম বর্ষপূর্তি উপলক্ষে একটি বর্ণাঢ্য র‌্যালি ক্যাম্পাস প্রদক্ষিণ করে। সবশেষে অঙ্গন এর শিল্পীদের পরিবেশনায় অনুষ্ঠিত হয় গান, নৃত্য, নাটক, কবিতা আবৃত্তি ইত্যাদি।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন




সর্বস্বত্ব সংরক্ষিত,© এই সাইডের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com