নিজস্ব প্রতিবেদক:
চট্টগ্রাম গোয়েন্দা'র অভিযানে চকরিয়া ও পটিয়া থেকে ১৪ হাজার পিস ইয়াবাসহ ৪ রোহিঙ্গা শরণার্থীকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
[caption id="attachment_1576" align="alignnone" width="213"] আটককৃত[/caption]
বৃহস্পতিবার (২৭ জানুয়ারী) চকরিয়া ও পটিয়া থেকে তাদের কে আটক করা হয়।
আটককৃতরা হলেন,
১।মোঃ রফিক (২০), পিতা : আব্দুল্লাহ বর্তমান সাং- কুতুপালং রোহিঙ্গা শরনার্থী রেজিষ্টার্ড ক্যাম্প ২, ব্লক –ই, এফসিএন নং- ৩০৫০৬৪ থানা: উখিয়া, জেলা-কক্সবাজার ।
২।নুরুল আমিন (২০), পিতা : নুর মোহাম্মদ, বর্তমান সাং - কুতুপালং রোহিঙ্গা শরনার্থী রেজিষ্টার্ড ক্যাম্প -২,ব্লক –ই এফসিএন নং- ১৩০৪৮২ থানা- উখিয়া,
৩।মোঃ হামিদুর রহমান, পিতাঃ ফয়েজুল ইসলাম, মাতাঃ ছমদা বেগম,
৪। মোঃ আব্দুল্লাহ (১৫), পিতাঃ মোঃ বশর, মাতাঃ মৃত নাজমা বেগম; উভয় সাংঃ বালুখালী রোহিঙ্গা শরণার্থী ক্যাম্প-০৯, ব্লক/ডি -০২, সাইড মাঝিঃ জাহাঙ্গীর, হেড মাঝিঃ শুক্কুর, থানাঃ উখিয়া।
[caption id="attachment_881" align="alignnone" width="300"] বিজ্ঞাপন[/caption]
চট্টগ্রাম জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক হুমায়ুন কবির খন্দকার বলেন, গোপন সংবাদের ভিত্তিতে পরিদর্শক এস এম আলম খান এর নেতৃত্বে একটি গোয়েন্দার টিম চকরিয়া থানাধীন চট্টগ্রাম -কক্সবাজার সড়কের ফাঁসিয়াখালী ফরেস্ট চেকপোস্টে উক্ত ২ জন রোহিঙ্গা কে আটকপূর্বক ১ নং আসামীর ডান হাতে রক্ষিত গাড়ীর পরিত্যক্ত লোহার যন্ত্রাংশের মধ্যে হতে বিশেষ ভাবে রক্ষিত অবস্থায় একটি পলিব্যাগের মধ্যে হতে ১০ হাজার পিস মিথাইল এ্যামফিটামিন মিশ্রিত ইয়াবাসহ সহকারে হাতেনাতে তাদের গ্রেফতার করে।
[caption id="attachment_883" align="alignnone" width="300"] বিজ্ঞাপন[/caption]
অন্য দিকে অপর একটি পরিদর্শক মোহাম্মদ সাইফুল ইসলাম এর নেতৃত্বে চট্টগ্রাম (খ-সার্কেল, পটিয়া) এর একটি টিম পটিয়া থানাধীন কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের কমল মুন্সীরহাট হতে সন্ধ্যা প্রায় ০৭ঃ১৫ ঘটিকায় ৪ হাজার পিস ইয়াবাসহ মোঃ হামিদুর রহমান ও মোঃ আবদুল্লাহ কে গ্রেফতার করে পটিয়া থানায় মামলা দায়ের করা হয়। সে চট্টগ্রাম শহরে ইয়াবাগুলো পাচার করতেছিল।
[caption id="attachment_882" align="alignnone" width="300"] বিজ্ঞাপন[/caption]
আসামীগণ পরস্পরের সাহায্য ও সহযোগীতায় ইয়াবা সরবরাহ ও বিক্রয় করে। আসামীদের বিরুদ্ধে ইয়াবা সংরক্ষণ ও ধারনের অপরাধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন,২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় চকরিয়া থানায় ১টি নিয়মিত মামলা দায়ের করা হয়।