নিজস্ব প্রতিবেদক:
চট্টগ্রামে কালবৈশাখী ঝড় হাওয়া ও বৃষ্টিপাত শুরু হয়েছে।
[caption id="attachment_1365" align="alignnone" width="300"] বিজ্ঞাপন[/caption]
শনিবার (২১ মে) সকাল ৮টা ২০ মিনিটের দিকে দমকা হাওয়ার সাথে বৃষ্টি শুরু হয়।
[caption id="attachment_881" align="alignnone" width="300"] বিজ্ঞাপন[/caption]
গত কয়েকদিনের তীব্র তাপদাহের পর এই বৃষ্টি কিছুটা স্বস্তি নিয়ে আসবে বলে আশা করা যাচ্ছে।
চট্টগ্রাম পতেঙ্গা আবহাওয়া অধিদপ্তরের সহকারী আবহাওয়াবিদ মেঘনাদ তংচইংগা বলেন, চট্টগ্রামে বৃষ্টির সঙ্গে বজ্রপাত হওয়ার সম্ভাবনা রয়েছে।
[caption id="attachment_2711" align="alignnone" width="300"] বিজ্ঞাপন[/caption]
এই বছরের কালবৈশাখী মৌসুমের সবচেয়ে বড় ও শক্তিশালী কলাবৈশাখি ঝড় বয়ে যাওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে।
এর আগে শুক্রবার (২০ মে) সন্ধ্যায় এমন পূর্বাভাসে পতেঙ্গা আবহাওয়া অফিস জানায়, চট্টগ্রাম বিভাগের আশেপাশের জেলার ওপর দিয়ে ঝড়ের আভাস রয়েছে। এক্ষেত্রে তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি কমে গিয়ে তাপপ্রবাহ কিছুটা প্রশমিত হতে পারে।
[caption id="attachment_1395" align="alignnone" width="218"] বিজ্ঞাপন[/caption]
আবহাওয়াবিদ মেঘনাদ তংচইংগা জানিয়েছেন, পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ হিমালয়ের পাদদেশীয় পশ্চিমবঙ্গ এবং তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ অবস্থান করছে দক্ষিণ বঙ্গোপসাগরে।