নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রামে সফরে আসা স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান এমপি কে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমান বন্দরে অভ্যর্থনা জানান সিএমপির পুলিশ কমিশনার কৃষ্ণ পদ রায় বিপিএম (বার), পিপিএম (বার)।
শুক্রবার (১৬ ফেব্রুয়ারী) সকাল ১০টায় তিনি বিমানবন্দরে অবতরণ করেন।
এ সময় স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান এমপিকে অভ্যর্থনা জানান জেলা প্রশাসক আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের কমিশনার কৃষ্ণ পদ রায়, বিপিএম (বার), পিপিএম (বার) সহ সিএমপির অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।