নিজস্ব প্রতিবেদক:
চট্টগ্রাম উত্তর বনবিভাগের বিভিন্ন উন্নয়নমুলক কার্যক্রম পরিদর্শন করতে এসেছেন বন অধিদপ্তরের প্রধান বন সংরক্ষক মোঃ আমীর হোসাইন চৌধুরী।
শনিবার (৫ নভেম্বর) সকালে তিনি ঢাকা থেকে চট্টগ্রামে আসলে প্রথমে পুষ্পমাল্য অর্পণ করেন চট্টগ্রাম উত্তর বনবিভাগের বন কর্মকর্তা মোজাম্মেল হক শাহ চৌধুরী।
এ সময় তিনি মিরসরাই,করেরহাট ও কুমিরা রেঞ্জের বিভিন্ন উন্নয়ন মূলক কার্য্ক্রম পরিদর্শন করেন।
তিনি পরিদর্শন শেষে মিরসরাই রেঞ্জাধীন “মহামায়া ইকো পার্কের জীব বৈচিত্র সংরক্ষণ ও প্রতিবেশ উন্নয়ন প্রকল্প” এর অর্থায়নে নব নির্মিত পার্ক অফিস কাম তথ্য কেন্দ্র ভবন শুভ উদ্বোধন করেন।
এছাড়া পার্কের নব নির্মিত স্টাফ ব্যারাক পরিদর্শন, ২০২১-২০২২ অর্থবছরে সৃজিত ৭৯.০ হেক্টর বিরল ও বিপদাপন্ন প্রজাতির বাগান পরিদর্শন,দেশীয় ফাইভার বডি নতুন বোড উদ্বোধন এবং পার্ক অফিস আঙ্গিনায় ১টি বকুল গাছের চারা রোপন করেন।
পরবর্তীতে করেরহাট রেঞ্জে সুফল প্রকল্পের অর্থায়নে নব নির্মিত করেরহাট রেঞ্জ অফিস ভবন শুভ উদ্বোধন শেষে অফিস আঙ্গিনায় ১টি চম্পাফুল গাছ রোপন করেন।
এছাড়া করেরহাট সদর বিটের সুফল প্রকল্পের অর্থায়নে ২০২১-২০২২ অর্থবছরে সৃজিত ৫.০ হেক্টর ঔষধী বাগান,পরিচালন ব্যায় খাত এর আওতায় ২০২১-২০২২ অর্থ বছরে ১০.০ হেক্টর স্বল্প মেয়াদী বাগান পরিদর্শন,সুফল প্রকল্পের অর্থায়নে ৫০.০ হেক্টর এফ,জি,এস বাগান পরিদর্শনের পাশাপাশি হেঁয়াকো বন বিটে সুফল প্রকল্পের অর্থায়নে নব নির্মিত বিট অফিস ভবনের শুভ উদ্বোধন করেন এবং সেসময় তিনি অফিস আঙ্গিনায় ১টি পলাশ গাছের চারা রোপন করেন।
সর্বশেষ তিনি কুমিরা রেঞ্জাধীন ফৌজদারহাট বিট কাম চেক স্টেশন এর নব নির্মিত অফিস ভবন পরিদর্শন করেন বলে জানান চট্টগ্রাম উত্তর বনবিভাগের বন কর্মকর্তা মোজাম্মেল হক শাহ চৌধুরী।
এসময় উপস্থিত ছিলেন বিপুল কৃষ্ণ দাস,বন সংরক্ষক, চট্টগ্রাম অঞ্চল, জামিল মোহাম্মদ খান,সহকারী বন সংরক্ষক,করেরহাট ও নারায়ণহাটসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ