হাটহাজারী নিউজ ডেস্কঃ
অস্ত্র মামলায় ২১ বছরের কারাদণ্ড পাওয়া চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী নুর নবী ম্যাক্সনকে ভারতের কলকাতার সিআইডি পুলিশ আটক করেছে।
শুক্রবার(৪ ফেব্রুয়ারী)উত্তর চব্বিশ পরগনার ডানলপ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ।
জানা গেছে, ম্যাক্সন চট্টগ্রামের বায়েজিদ থানাধীন জাহানপুর আলতাফ মিয়া বাড়ির আবদুল লতিফের ছেলে। তার বিরুদ্ধে ৫টি অস্ত্র মামলা ও ১৭টি চাঁদাবাজির মামলা রয়েছে।
২০১৯ সালেও অক্সিজেন নয়াহাট এলাকার একজন ব্যবসায়ীর কাছে চাঁদা দাবি করে হত্যার হুমকি দিয়েছিলো, পরে তিনি ম্যাক্সনের বিরুদ্ধে মামলা করেন।কলকাতার উপকণ্ঠে ডানলপ এলাকায় ভাড়া করা ফ্ল্যাট বাসা থেকে ম্যাক্সনকে গোপন সংবাদের ভিত্তিতে গ্রেপ্তার করা হয়েছে। তমাল চৌধুরী ছদ্মনামে তিনি বেশ কিছুদিন ধরেই ওই এলাকায় বসবাস করে আসছিলেন। নিজেকে পরিচয় দিতেন মাছ ব্যবসায়ী হিসেবে।
দালাল ধরে ভারতীয় নাগরিক হিসেবে পরিচয়পত্র এবং পাসপোর্ট জোগাড় করেছেন। গ্রেপ্তারের সময় তার সঙ্গে ভারতীয় একজন নারীও ছিলেন। এ সময় ম্যাক্সনের কাছ থেকে বিপুল পরিমাণ বাংলাদেশি টাকা এবং মোবাইলের সিম কার্ড জব্দ করা হয়েছে। আদালতের অনুমতি নিয়ে তাঁকে জেরা করছেন ভারতের গোয়েন্দারা।
বায়েজিদ বোস্তামী থানার ওসি মো. কামরুজ্জামান গণমাধ্যমকে বলেন, চট্টগ্রামের বিভিন্ন থানায় ম্যাক্সনের বিরুদ্ধে ২২টি মামলা রয়েছে। তাকে গ্রেপ্তারের তথ্য আমরা জেনেছি। বিষয়টি ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানানো হয়েছে বলেও জানান তিনি।