নিজস্ব প্রতিবেদকঃ
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর চট্টগ্রামের গোয়েন্দা বিভাগের অভিযানে কক্সবাজার জেলার চকরিয়া এলাকা থেকে পাচারকালে দুই হাজার পিস ইয়াবাসহ ২ রোহিঙ্গা নারীকে আটক করা হয়।
বুধবার (১২ জানুয়ারী) সন্ধ্যা ৫টার দিকে বাসে অভিযান চালিয়ে দুইজন রোহিঙ্গা নারী কে আটক করা হয়।
আটকৃতরা হলেন,সানজিদা বেগম (২৬), পিতা : মো: রফিক, স্বামী: মো: জয়নাল, বর্তমান সাং, কুতুপালং রোহিঙ্গা শরনার্থী রেজিষ্টার্ড পুরাতন ক্যাম্প, ব্লক –ডি, রুম নং-৪/৫, এফসিএন নং- ৬০০৫৫ থানা: উখিয়া, এবং রশিদা বেগম (২৪), পিতা : মৃত শহর আলী, স্বামী: রবি আলম, বর্তমান সাং - কুতুপালং রোহিঙ্গা শরনার্থী রেজিষ্টার্ড পুরাতন ক্যাম্প, ব্লক –ডি, রুম নং-৩, এফসিএন নং- ৬১১৪৬ থানা- উখিয়া, জেলা-কক্সবাজার।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও বিভাগীয় গোয়েন্দা কার্যালয় চট্টগ্রামের উপপরিচালক হুমায়ুন কবির খন্দকার হাটহাজারী নিউজ কে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে গোয়েন্দার একটি বিশেষ টিম বিকাল থেকে সন্ধ্যা পর্যন্ত অভিযান চালিয়ে দুই হাজার পিস মিথাইল এ্যামফিটামিন মিশ্রিত মাদকদ্রব্য ইয়াবাসহ ২ জন রোহিঙ্গা নারী মাদক পাচারকারীকে হাতেনাতে গ্রেফতার করে চকোরিয়া থানায় মামলা দায়ের করা হয়।