নিজস্ব প্রতিবেদক:
নগরীর আকবরশাহ্ থানাধীন রেলওয়ে হাউজিং সোসাইটির একটি বাসায় ঘর ভাড়া দেয়া হবে নোটিশ দেখে বাসায় ঢুকে অভিনব কৌশলে চুরির দায়ে চোর শাকিল আহমদ সাজু ও আলমগীর নামে দুই চোরকে আটক করে পুলিশ।
[caption id="attachment_1365" align="alignnone" width="300"] বিজ্ঞাপন[/caption]
বুধবার (২ নভেম্বর) নগরীর বায়েজিদ ও পাঁচলাইশ থানা এলাকায় থেকে এ দুইজন চোরকে আটক করা হয়।
[caption id="attachment_881" align="alignnone" width="300"] বিজ্ঞাপন[/caption]
আকবরশাহ্ থানার ওসি বলেন, গত ৩০ অক্টোবর দুপুর ২টার দিকে মুখে মাস্ক পরিহিত অজ্ঞাতনামা ২ জন লোক 'ঘর ভাড়া দেয়া হবে' নোটিশ দেখে ঘর ভাড়া নেয়ার নামে আকবরশাহ্ থানাধীন রেলওয়ে হাউজিং সোসাইটির একটি বাসায় প্রবেশ করে।
অজ্ঞাতনামা ২ জনের মধ্যে একজন গল্পের ছলে কৌশলে বাসার গেইটে দারোয়ান'কে ব্যস্ত রাখে। চোরদের অপরজন বাসার ভিতরে প্রবেশ করে পানির ট্যাব, শাওয়ার সহ বিভিন্ন মালামাল চুরি করে পালিয়ে যায়।
[caption id="attachment_310" align="alignnone" width="212"] বিজ্ঞাপন[/caption]
উক্ত ঘটনায় আকবরশাহ্ থানায় মামলা নং-০১, তারিখ-০২/১১/ ২০২২ খ্রিঃ, ধারা-৩৮০ পেনাল কোড রুজু হয়। অতঃপর আকবরশাহ্ থানার অভিযান টিম বিভিন্ন তথ্য-উপাত্ত বিশ্লেষণ করে দ্রুততম সময়ের মধ্যে নগরীর বায়েজিদ বোস্তামী এলাকা হতে ঘটনায় জড়িত আসামী ১। মোঃ আলমগীর (৫০), পিতা- মৃত আমির হামজা, সাং-ছমাদর পাড়া, সাতকানিয়া, চট্টগ্রাম, বর্তমানে- জাঙ্গাল পাড়া, আতুরার ডিপো, বায়েজিদ বোস্তামী'কে এবং বাকলিয়া থানা এলাকা হতে আসামী ২। মোঃ শাকিল আহমদ সাজু (৪০), পিতা- হাজী শাহ আলম, প্রর্ত্যুল্যা, বি.বাড়ীয়া, বর্তমানে- হামজারবাগ, পাঁচলাইশ'কে গ্রেফতার করে এবং আসামীদের হেফাজত হতে বাদীর চুরি হওয়া মালামাল উদ্ধার করে।
তিনি আরও বলেন, গ্রেফতারকৃত আলমগীরের বিরুদ্ধে বিভিন্ন থানায় অস্ত্র আইন, চুরি সহ বিভিন্ন অভিযোগে ৬টি মামলা ও অপর আসামী শাকিল আহমদ সাজু'র বিরুদ্ধে বিভিন্ন থানায় অস্ত্র আইনে ৩টি,মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে ১টি, ছিনতাই এর ৩টি ও দ্রুত বিচার আইনে ২টি সহ মোট ৯টি মামলা রয়েছে। আসামীদের অদ্য বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।