নোটিশ :
hathazarinews.com ওয়েব সাইটে আপনাকে স্বাগতম...
সংবাদ শিরোনাম:
সাংবাদিক আব্দুল আউয়াল রোকনের পিতার মৃত্যুবার্ষিকীতে হাটহাজারী অনলাইন প্রেসক্লাবের শ্রদ্ধা  হাটহাজারীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে মারা যাওয়া দুই পরিবারকে দেখতে গেলেন উপদেষ্টা ফারুক-ই আযম ফরহাদাবাদে নিজের গ্রামের বাড়িতে ঈদের নামাজ আদায় করলেন উপদেষ্টা ফারুক ই আজম  শাহ সূফী ছৈয়্যদ আবদুচ্ছালাম ঈছাপুরী (রহঃ)”র  ওরছ শরীফ মহাসমারোহে অনুষ্ঠিত হাটহাজারী সাংবাদিক ফোরামের ইফতার মাহফিল অনুষ্ঠিত হাটহাজারীতে বাসার রুমে খেলাধুলা করতে গিয়ে দরজা লক: আটকে পড়া শিশুকে উদ্ধার করলো ফায়ার সার্ভিস  আমান বাজারে কোটি টাকার বিভিন্ন ব্রান্ডের বিদেশী সিগারেট নিয়ে ডিবি পুলিশের জালে ধরা ২ দক্ষিণ মাদার্শা কৃষি জমির টপসয়েল কাটায় লাখ টাকা জরিমানা নাঙ্গলমোড়ায় কৃষি জমির টপসয়েল কাটার দায়ে ৫০ হাজার টাকা জরিমানা রাষ্ট্রীয় মর্যাদায় চির শায়িত বীর মুক্তিযোদ্ধা জহুর আহম্মদ
ঘরে ঢুকে মাদ্রাসা ছাত্রীকে ধর্ষণ; ধর্ষণকারী র‍্যাবের হাতে গ্রেফতার

ঘরে ঢুকে মাদ্রাসা ছাত্রীকে ধর্ষণ; ধর্ষণকারী র‍্যাবের হাতে গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক:

বাগেরহাট জেলার ফকিরহাট উপজেলার একটি মাদ্রাসার নবম শ্রেনীতে পড়ুয়া ছাত্রীর ঘরে ঢুকে ধর্ষণ করার দায়ে হাবিল শেখ নামে এক যুবককে আটক করে র‌্যাব ৬।

সোমবার (২৬ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে তাকে আটক করা হয়।

 

র্যাব ৬ এর লেফটেন্যান্ট কর্নেল মুহাম্মদ মোসতাক আহমদ, বি এস পি, পি এস সি বলেন,  ভিকটিম ১৫ বছর বয়সী একজন নাবালিকা। সে বাগেরহাটের ফকিরহাটে একটি মাদ্রাসায় ৯ম শ্রেনীতে পড়ালেখা করে। আসামী হাবিল শেখ ভিকটিমকে মাদ্রাসায় আসা যাওয়ার পথে উত্ত্যক্ত করে নানা ধরনের কু-প্রস্তাব দিতো। ভিকটিম তার কু-প্রস্তাবে রাজি না হওয়ায় আসামী তার প্রতি ক্ষীপ্ত হয়। গত ১২ ডিসেম্বর ২০২২ তারিখ রাত আনুমানিক ০৯.০০ ঘটিকায় ভিকটিম তার নিজ বাড়িতে রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পড়ে। একই দিন রাত আনুমানিক ০২.১০ ঘটিকার সময় আসামী হাবিল শেখ ভিকটিমের বসতঘরের বেড়া ভেঙ্গে সুকৌশলে ভিতরে প্রবেশ করে এবং লোহার রড দেখিয়ে হত্যার হুমকী দিয়ে তার ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক ধর্ষণ করে৷ এক পর্যায়ে ভিকটিমের চিৎকারে তার বাবা-মা চলে আসে। তখন আসামী হাবিল শেখ লোহার রড দিয়ে ভিকটিমের মায়ের হাতে আঘাত করে পালিয়ে যায়। এই সংক্রান্তে ভিকটিমের মা বাদী হয়ে বাগেরহাট জেলার ফকিরহাট থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন৷ ঘটনাটি জানতে পেরে র‌্যাব-৬ (সদর কোম্পানি) এর একটি আভিযানিক দল এই সংক্রান্তে ছায়া তদন্ত শুরু করে এবং এই ধর্ষককে গ্রেফতারে অভিযান অব্যাহত রাখে।

৩। এরই ধারাবাহিকতায় অদ্য ২৬ ডিসেম্বর ২০২২ তারিখ বিকাল আনুমানিক ১৮.৩০ ঘটিকায় গোপন সংবাদের ভিত্তিতে ফরিদপুর জেলার আলমডাঙ্গা থানা এলাকায় অভিযান পরিচালনা করে ধর্ষণকারী ১। মোঃ হাবিল শেখ (৩৫), পিতা-আদম শেখ, সাং-দেয়াপাড়া, থানা-ফকিরহাট, জেলা-বাগেরহাটকে গ্রেফতার করে।

৪। গ্রেফতারকৃত আসামীকে বাগেরহাট জেলার ফকিরহাট থানায় হস্তান্তরের কাজ প্রক্রিয়াধীন।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন




সর্বস্বত্ব সংরক্ষিত,© এই সাইডের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com