নিজস্ব প্রতিবেদক:
বায়েজিদ বোস্তামী থানাধীণ ধনীর পাহাড়স্থ আজমের কলোনীর ৩নং রুমে তালা খুলে গার্মেন্টস কর্মীর পাশের ভাড়াটিয়া কৌশলে বাসার চাবি নকল করে চাকরিতে চলে যাওয়ার পরে দিনে-দুপুরে নেয়া লক্ষাধিক টাকার মালামালসহ ৩ জনকে আটক করে পুলিশ।
রবিবার (৩১ ডিসেম্বর) রাত ৮টার দিকে একই থানার টি বোর্ড এলাকা থেকে গাড়ির চালক ও হেলপার কে আটক করা হয়।
উপ-পুলিশ কমিশনার (উত্তর) (অতিঃ ডিআইজি পদে পদোন্নতি প্রাপ্ত) মোখলেছুর রহমান বলেন, বাদী শিল্পী বেগম (৩৬) একজন গার্মেন্টস কর্মী। তিনি অভিযোগ দায়ের করেন যে, গত ৩১ ডিসেম্বর সকাল অনুমান ৯টা দুপুর অনুমান ১টার মধ্যে যে কোন সময় বাদীর বাসা অর্থাৎ বায়েজিদ বোস্তামী থানাধীণ ধনীর পাহাড়স্থ আজমের কলোনীর ৩নং রুমে তালা খুলে অজ্ঞাতনামা চোর/চোরেরা ভিতরে প্রবেশ করে ১টি ওয়ালটন ফ্রিজ, মূল্য অনুমান ৪৫,০০০/- (পঁয়তাল্লিশ হাজার) টাকা, ১টি বক্স খাট, মূল্য অনুমান ৫০,০০০/- (পঞ্চাশ হাজার) টাকা, ১টি সাউন্ড সিস্টেম, মূল্য অনুমান ৫,৩০০/- (পাঁচ হাজার তিনশত) টাকা চুরি করে নিয়ে যায়। পরবর্তীতে উক্ত ঘটনায় বাদীর লিখিত অভিযোগের প্রেক্ষিতে বায়েজিদ বোস্তামী থানার মামলা নং-৪৩, তাং-৩১/১২/২০২৩ইং, ধারা-৪৫৪/৩৮০ পেনাল কোড ১৮৬০ রুজু হয়।
মামলাটি রুজু হওয়ার পর ঘটনাস্থলের আশেপাশে সিসিটিভি ক্যামেরার ভিডিও ফুটেজ পর্যালোচনা করে ও বিশ^স্থ সূত্রের প্রাপ্ত তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করে ৩১ ডিসেম্বর রাত ৮টার সময় বায়েজিদ বোস্তামী থানাধীন টি বোর্ড এলাকা থেকে বাদীর এজাহার বর্ণিত চোরাই পণ্যগুলো পরিবহনের কাজে ব্যবহৃত ১টি ডাকসু গাড়ী সনাক্ত পূর্বক গাড়ির চালক মোঃ আলাউদ্দিন (৩১) ও হেলপার মোঃ ফারুক (৩৫) দ্বয়কে আটক করেন এবং গাড়িটি জব্দ করেন। তাদের দেওয়া তথ্য মতে অভিযান পরিচালনা করে বর্ণিত অভিযুক্ত লিপি আক্তার আরিনা (২৪)’কে ধোণির পাহাড় এলাকা হতে একই দিন রাত ৮টা ১৫ মিনিটের সময় গ্রেফতার করেন। অভিযুক্ত লিপি আক্তার আরিনা (২৪) কে জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে তার স্বীকারোক্তি ও দেখানো মতে অত্র বায়েজিদ বোস্তামী থানাধীন আরেফিন নগর আলী কলোনীর ২নং ভাড়া ঘর থেকে বাদীর চোরাই ১টি বক্স খাট, ১টি WALTON রিফ্রিজারেটর, ১টি সাউন্ড সিস্টেমসহ মোট লক্ষাধিক টাকার মালামাল উদ্ধার করা হয়।
তিনি আরও বলেন, আটককৃত ড্রাইভার ও হেলপার জানায় যে, অভিযুক্ত তার নিজের বাসা পরিবর্তন করার কথা বলে গাড়ীটি ভাড়া করে এবং সদবিশ্বাসে তারা (ড্রাইভার ও হেলপার) চোরাই পণ্য গুলো অভিযুক্ত সহ এজাহার বর্ণিত ঘটনাস্থল হতে আরেফিন নগর আলী কলোনী’র একটি নতুন ভাড়া বাসায় নিয়ে যায়। অভিযুক্ত লিপি আক্তার মামলার বাদীর প্রতিবেশী ও দীর্ঘদিনের পরিকল্পনা মোতাবেক বাদীর বাসার ডুপ্লিকেট চাবী বানিয়ে অত্র মামলার ঘটনা সংঘটন করে।