হাটহাজারী নিউজ ডেস্ক:
ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ ড. বেনজীর আহমেদ বিপিএম (বার) বলেন, গরু বিক্রির টাকা নিয়ে নিরাপদে বাড়ি ফিরতে প্রয়োজনে পুলিশের সহযোগিতা নেয়ার জন্য ব্যাপারীদের পরামর্শ দিয়েছেন।
[caption id="attachment_1365" align="alignnone" width="300"] বিজ্ঞাপন[/caption]
শনিবার (৯ জুলাই) সকালে রাজধানীর বিভিন্ন স্থানে কোরবানির পশুর হাটের নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন করেন।
[caption id="attachment_881" align="alignnone" width="300"] বিজ্ঞাপন[/caption]
পরে কমলাপুর বালুর মাঠে গরুর হাট পরিদর্শন শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে এ পরামর্শ দেন তিনি।
আইজিপি বলেন, গরুর হাটের শৃঙ্খলা সম্পর্কে ব্যাপারী, ক্রেতা ও ইজাদার সকলের সাথে কথা বলেছি। হাসিল নিয়েও জিজ্ঞেস করেছি, সার্বিক ব্যবস্থাপনা নিয়েও কথা হয়েছে।
[caption id="attachment_2711" align="alignnone" width="300"] বিজ্ঞাপন[/caption]
ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার মোহাঃ শফিকুল ইসলামসহ ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাগণ এ সময় উপস্থিত ছিলেন।
করোনার হালকা বিস্তার থাকায় পশুর হাটের স্বাস্থ্য ব্যবস্থাপনা ও গরু ব্যাপারীদের খাওয়া-দাওয়া সম্পর্কেও খোঁজ-খবর নেন আইজিপি।
[caption id="attachment_1395" align="alignnone" width="218"] বিজ্ঞাপন[/caption]
ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (অ্যাডমিন) মীর রেজাউল আলম, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস্) কৃষ্ণপদ রায়, অতিরিক্ত পুলিশ কমিশনার (ডিবি) এ কে এম হাফিজ আক্তার, অতিরিক্ত পুলিশ কশিনার (ট্রাফিক) মোঃ মুনিবুর রহমানসহ ডিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।