হাটহাজারী নিউজ ডেস্ক:
সীতাকুণ্ড উপজেলার কুমিরা হিঙ্গুরী পাড়া বাইতুল হাসান জামে মসজিদের সামনে খালাতো বোনকে উত্ত্যক্ত করার প্রতিবাদ করায় বখাটের হামলায় নারীসহ ৫ জন আহত হয়েছেন।
গত রবিবার (২ জুলাই) সন্ধ্যায় এ ঘটনা ঘটে।
এ ঘটনায় ছুরিকাঘাতে আহত রবিউল হোসেন সাব্বির ৭ জনের নাম উল্লেখ করে সীতাকুণ্ড থানায় লিখিত এজাহার দায়ের করেছেন।
অভিযুক্তরা হলো- মো. রাফিত (২২), সাদিন (২০), মো. মিনহাজ (২০), তাসিন (২১), মো. শাওন ((২২), আলছু (২০) ও নয়ন (২২)। তারা সবাই কুমিরা হিঙ্গুরী পাড়া এলাকার বাসিন্দা।
এজাহার সূত্রে জানা যায়, রবিউল হোসেন সাব্বিরের খালাতো বোনকে উত্যক্ত করতো ওই এলাকার কয়েকজন বখাটে যুবক। এর প্রতিবাদ করেছিল রবিউল হোসেন সাব্বির। এ ঘটনাকে কেন্দ্র করে ক্ষিপ্ত হয়ে বখাটের বিরুদ্ধে সোচ্চার হন এলাকাবাসী।
রোববার সন্ধ্যায় সাব্বির তার খালাতো বোনসহ আত্নীয় স্বজনকে নিয়ে কুমিরায় যাওয়ার পথে বখাটেরা এলোপাতাড়ি হামলা চালায়। বখাটেদের চাকুর আঘাতে রক্তাক্ত হন সাব্বিরসহ ৫জন। এসময় সতেরো হাজার দুইশ’ পঞ্চাশ টাকা হাতিয়ে নেয় তারা। পরে আমাদের চিৎকারে শুনে আশপাশের মানুষ ছুটে আসলে পালিয়ে যায় বখাটেরা।
স্থানীয়রা জানান, যুবকগুলো সবসময় সংঘবদ্ধ থাকে। সবাই কিশোর গ্যাংয়ের সদস্য। এদের উৎপাতে স্কুল- কলেজের শিক্ষার্থীরা আতঙ্ক বিরাজ করে। তারা রাস্তায় চলাচলরত মেয়েদের উত্ত্যক্ত করতে দেখা যায়।
আহতরা হলেন, তানিয়া আকতার, মুন্নি আক্তার, মোবারক হোসেন টিটু, সবুজ মিয়া ও রবিউল হোসেন সাব্বির।
সীতাকুণ্ড মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) তোফায়েল আহমেদ বলেন, খালাতো বোনদের নিয়ে সাব্বির কুমিরা বাজারে যাওয়ার পথে অভিযুক্তরা হামলা করেছে। এ ঘটনায় থানায় মামলার প্রক্রিয়া চলছে বলে জানান তিনি।