নিজস্ব প্রতিবেদক:
হাটহাজারী উপজেলার ধলই ইউনিয়নের ১নং ওয়ার্ড শান্তিরহাট এলাকায় কৃষি জমির টপসয়েল কাটার দায়ে ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করলেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ শাহিদুল আলম।
বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারী) রাতে অভিযান চালিয়ে স্কেবেটরসহ দুইজন কে আটক করা হয়।
আটককৃতরা হলেন, জুয়েল ও রুবেল।
পরে নির্বাহী ম্যাজিস্ট্রেট ভ্রাম্যমাণ আদালতে অভিযান পরিচালনা করে দুই জনকে ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করে।
নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ শাহিদুল আলম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার ধলই ইউনিয়নের ১নং ওয়ার্ড শান্তিরহাট এলাকায় কৃষি জমির টপসয়েল কাটার খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে স্কেবেটর দিয়ে মাটি কাটার দায়ে ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এ সময় দুইজন কে আটক করা হয়েছে।