নিজস্ব প্রতিবেদক:
আজ বৃহস্পতিবার থেকে দ্বিতীয় পর্যায়ে টিসিবি পণ্য বিক্রয় শুরু হয়েছে। এবার নতুন পণ্য হিসেবে যোগ হবে ছোলা। মোট মূল্য ৫৬০ টাকা।
[caption id="attachment_1365" align="alignnone" width="300"] বিজ্ঞাপন[/caption]
বুধবার (৬ এপ্রিল) রাতে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ শাহিদুল আলম এ তথ্য জানিয়েছেন।
[caption id="attachment_881" align="alignnone" width="300"] বিজ্ঞাপন[/caption]
তিনি আরও বলেন, পণ্যের সরবরাহ ঠিক থাকলে নিম্নোক্ত ক্যালেন্ডার অনুযায়ী বিতরণ চলমান থাকবে। কার্ডধারীগণ পণ্য কেনার পর অবশিষ্ট থাকলে তা জাতীয় পরিচয়পত্র ও মোবাইল নম্বর প্রদান করে যে কেউ কিনতে পারবেন।
[caption id="attachment_2711" align="alignnone" width="300"] বিজ্ঞাপন[/caption]
তবে ধাপে ধাপে ১৮৬৫৬টি পরিবার পাবে এ পণ্য। আজ বৃহস্পতিবার পাবেন গুমানমদ্দনের ৫০৩টি পরিবার এবং গড়দুয়ারা ইউনিয়নের ৪১৬টি পরিবার।