নিজস্ব প্রতিবেদক:
আজ বৃহস্পতিবার থেকে দ্বিতীয় পর্যায়ে টিসিবি পণ্য বিক্রয় শুরু হয়েছে। এবার নতুন পণ্য হিসেবে যোগ হবে ছোলা। মোট মূল্য ৫৬০ টাকা।
বিজ্ঞাপন
বুধবার (৬ এপ্রিল) রাতে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ শাহিদুল আলম এ তথ্য জানিয়েছেন।
বিজ্ঞাপন
তিনি আরও বলেন, পণ্যের সরবরাহ ঠিক থাকলে নিম্নোক্ত ক্যালেন্ডার অনুযায়ী বিতরণ চলমান থাকবে। কার্ডধারীগণ পণ্য কেনার পর অবশিষ্ট থাকলে তা জাতীয় পরিচয়পত্র ও মোবাইল নম্বর প্রদান করে যে কেউ কিনতে পারবেন।
বিজ্ঞাপন
তবে ধাপে ধাপে ১৮৬৫৬টি পরিবার পাবে এ পণ্য। আজ বৃহস্পতিবার পাবেন গুমানমদ্দনের ৫০৩টি পরিবার এবং গড়দুয়ারা ইউনিয়নের ৪১৬টি পরিবার।