নোটিশ :
hathazarinews.com ওয়েব সাইটে আপনাকে স্বাগতম...
সংবাদ শিরোনাম:
চৌধুরীহাটে বেশি দামে পণ্য বিক্রির দায়ে তিন দোকানীকে জরিমানা  হাটহাজারীতে তিন দোকানীকে জরিমানা করলেন এসিল্যান্ড হাটহাজারীতে বাজার মনিটরিং: ৪ দোকানী কে জরিমানা করলেন এসিল্যান্ড হাটহাজারীতে মধ্যে রাতে ঘরে ঢুকে স্বর্ণালংকারসহ মূল্যবান জিনিসপত্র লুট ইপিজেড থেকে অপহরণ: হাটহাজারীতে উদ্ধার, গ্রেফতার ৩ অপহরণকারী মেখল ফকিরহাট কেন্দ্রীয় জামে মসজিদ’র শুভ উদ্বোধন দক্ষিণ বুড়িশ্চরে শোর আলী ও আনোয়ারা জামে মসজিদের উদ্বোধন করলেন জামেয়ার অধ্যক্ষ তেভাগা খামার পরিদর্শন করলেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব বড়দিঘীর পাড় মোড়ে প্রকাশ্যে নারীদের গায়ে হাত দেন এই যুবক ধলইয়ে মালামাল ও গাড়িসহ প্রতারক ধরলো পুলিশ
ওয়ান শুটারগান ও কার্তুজসহ আটক ১

ওয়ান শুটারগান ও কার্তুজসহ আটক ১

নিজস্ব প্রতিবেদক:

ফেনী জেলার ফেনী মডেল থানাধানী পৌরসভা এলাকা থেকে ১টি ওয়ান শুটারগান এবং ২টি কার্তুজসহ ইয়াসিন (৩৮) নামে একজন অস্ত্রধারী সন্ত্রাসী আটক করে র‌্যাব-৭।

বিজ্ঞাপন

বুধবার (১৪ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৫টার দিকে তাকে আটক করা হয়।

গ্রেফতারকৃত মোঃ ইয়াছিন (৩৮), পিতা- মৃত মোস্তফা কোম্পানী, সাং- ফলেশ্বর, থানা-ফেনী সদর, জেলা- ফেনী।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

র্যাব ৭ এর সিনিয়র সহকারী মিডিয়া পরিচালক মোঃ নুরুল আবছার বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ফেনী মডেল থানাধীন পৌরসভা এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে দেশীয় প্রযুক্তিতে তৈরী ১টি ওয়ান শুটারগান এবং ২ টি কার্তুজ উদ্ধারসহ একজন অস্ত্রধারী সন্ত্রাসীকে গ্রেফতার করতে সক্ষম হয়। গ্রেফতারকৃত ব্যক্তির নাম মোঃ ইয়াছিন (৩৮), পিতা- মৃত মোস্তফা কোম্পানী, সাং- ফলেশ্বর, থানা-ফেনী সদর, জেলা- ফেনী বলে জানা যায়।

বিজ্ঞাপন

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, অবৈধ অস্ত্রটি দিয়ে সে দীর্ঘদিন যাবৎ ফেনী মডেল থানার বিভিন্ন এলাকায় সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা এবং মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় ও বহনে নিরাপত্তা নিশ্চিত কল্পে ব্যবহার করত।

গ্রেফতারকৃত আসামী এবং উদ্ধারকৃত অস্ত্র ও গোলাবারুদ সংক্রান্তে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন




সর্বস্বত্ব সংরক্ষিত,© এই সাইডের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com