নিজস্ব প্রতিবেদক:
হাটহাজারী পৌরসদরের বাসস্ট্যান্ড থেকে মীরের খীল সড়ক পর্যন্ত সরকারি নির্দেশনা অমান্য করে রাত ৮ টার পর দোকান খোলা রাখায় ১৭ দোকানীকে ১৫ হাজার টাকা জরিমানা করলেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী ভুমি কমিশনার আবু রায়হান।
[caption id="attachment_1365" align="alignnone" width="300"] বিজ্ঞাপন[/caption]
রবিবার (২১ আগষ্ট) রাত সাড়ে ৮টা থেকে ১০টা পর্যন্ত চলে এ অভিযান।
[caption id="attachment_881" align="alignnone" width="300"] বিজ্ঞাপন[/caption]
এ সময় অভিযানে সহায়তা করে মডেল থানার পুলিশ।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আবু রায়হান বলেন, সরকারি বিধি নিষেধ অমান্য করে রাত ৮টার পরে দোকান খোলা রাখায় সদরের বাসস্টেশন, কাঁচা বাজার, মাদ্রাসা মার্কেট, মেডিকেল গেইট, ও আব্বাসিয়া পুল এলাকায় অভিযান চালিয়ে বিদ্যুৎ আইন ২০১৮ মোতাবেক ১৭ দোকানীকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এছাড়াও এ অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।