হাটহাজারী নিউজ ডেস্ক:
আইপিএলের ২০২৩ সালের নিলামের চূড়ান্ত তালিকা প্রকাশ করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)।
[caption id="attachment_6044" align="alignnone" width="300"] বিজ্ঞাপন[/caption]
মঙ্গলবার (১৩ ডিসেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে ২০২৩ সালের আইপিএলের নিলামের চূড়ান্ত তালিকা প্রকাশ করেছে বিসিসিআই।
[caption id="attachment_881" align="alignnone" width="300"] বিজ্ঞাপন[/caption]
৪০৫ জনের তালিকায় আছেন চার বাংলাদেশি ক্রিকেটার। সাকিব আল হাসান ছাড়াও তালিকায় আছেন লিটন দাস, তাসকিন আহমেদ ও আফিফ হোসেন।
সাকিবের ভিত্তিমূল্য দেড় কোটি, আছেন আরও তিন বাংলাদেশি।
তালিকার বাইরে আরও একজন বাংলাদেশি থাকছেন এবারের আসরে। মুস্তাফিজুর রহমানকে আগে থেকেই ধরে রেখেছে তার দল দিল্লী ক্যাপিটালস।
[caption id="attachment_6046" align="alignnone" width="232"] বিজ্ঞাপন[/caption]
নিলামের তালিকায় থাকা সাকিবের ভিত্তিমূল্য ধরা হয়েছে ১ কোটি ৫০ লাখ রুপি বা বাংলাদেশি টাকায় প্রায় ১ কোটি ৮৮ লাখ টাকা। লিটন, তাসকিন ও আফিফের ভিত্তিমূল্য ৫০ লাখ রুপি বা ৬২ লাখ ৬৩ হাজার টাকা।
আইপিএলের পরবর্তী নিলামের প্রাথমিক তালিকায় মোট ৯৯১ জন খেলোয়াড়কে রাখার ঘোষণা দিয়েছিল বিসিসিআই। সেখানে ২৭৭ জন বিদেশি খেলোয়াড়দের মধ্যে বাংলাদেশ থেকে আরও ছিলেন শরিফুল ইসলাম ও নাসুম আহমেদ। তবে ৪০৫ জনের চূড়ান্ত তালিকা থেকে বাদ পড়েছেন তারা।
[caption id="attachment_1365" align="alignnone" width="300"] বিজ্ঞাপন[/caption]
বিসিসিআই আরও জানিয়েছে, শুরুতে ১০ দল ৩৬৯ জনের সংক্ষিপ্ত তালিকা চূড়ান্ত করলেও পরে দলগুলোর অনুরোধে আরও ৩৬জনকে আনা হয়। এই ৪০৫ জনকে নিয়েই ২৩ ডিসেম্বর কোচিতে অনুষ্ঠিত হবে আইপিএলের পরবর্তী নিলাম।
নিলামের চূড়ান্ত তালিকায় থাকাদের মধ্যে ২৭৩জন ভারতীয়। বাকি ১৩২জন বিদেশী ক্রিকেটার। এই তালিকায় সহযোগী দেশগুলো থেকেও আছেন চার ক্রিকেটার। তালিকায় থাকা ক্রিকেটারদের মধ্যে ১১৯ জনের আছে আন্তর্জাতিক ক্রিকেট খেলার অভিজ্ঞতা।
এই নিলাম থেকে ১০টি দল মিলে খেলোয়াড় নিতে পারবে ৮৭জন। এর মধ্যে সর্বোচ্চ ৩০জন বিদেশী ক্রিকেটার নিতে পারবে তারা।
এবারের নিলামে সর্বোচ্চ ভিত্তিমূল্য ২কোটি রুপি। এই তালিকায় আছেন ১৯জন বিদেশি। সাকিব ছাড়াও আরও ১১জন ক্রিকেটার আছেন ১ কোটি ৫০ লাখ টাকা ভিত্তিমূলয় শ্রেণীতে।
আইপিএলের সবশেষ নিলামে দল পাননি কোন বাংলাদেশি। তবে আগে থেকেই চুক্তিবদ্ধ ছিলেন মুস্তাফিজুর রহমান।(সময়টিভি)