নিজস্ব প্রতিবেদক:
এদের ধরিয়ে দেন! তিন বছরের শিশু হৃদয়কে অপহরণ করে নিয়ে গেছেন এই তিন অপহরণকারী। এদের সন্ধান দিতে পারলে পুরুষ্কার দেওয়া হবে।
অপহৃত শিশু হৃদয়
ইপিজেড থানার ওসি বলেন, গত ২৬ জানুয়ারী নগরীর ইপিজেড থানাধীন রেলবিট এলাকা হতে হৃদয় নামের ৩ (তিন) বছরের শিশু বাচ্চাটিকে রিক্সার পিছনে বসে থাকা দুই জন মহিলা ও একজন ছেলে কৌশলে অপহরণ করে নিয়ে যায়। যদি কোন সহৃদয়বান ব্যক্তি উক্ত শিশু ও অপহরণকারীর চক্রের সদস্যদের সন্ধান দিতে পারেন তাহলে তাকে উপযুক্ত পুরস্কার দেওয়া হবে।
যোগাযোগ জন্য মোবাইল নম্বর-০১৮১৪-৯৩৯৪৭২ এবং ইপিজেড থানার নম্বর ০১৩২০-০৫২৯২৬।