নিজস্ব প্রতিবেদক:
১২ই রবিউল আউয়াল পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা উপলক্ষে চট্টগ্রামে আন্জুমানে রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্টের উদ্যোগে জশনে জুলুসে হয়তো এটাই শেষ আসা হুজুর কেবলা আল্লামা সৈয়দ মোহাম্মদ তাহের শাহ (মাঃজিঃআঃ)। এমন আবেগ নিয়ে লাখো ভক্ত আশেক শেষবারের মতো দেখতে ছুটে আসলেন এ জুলুসে।
[caption id="attachment_1365" align="alignnone" width="300"] বিজ্ঞাপন[/caption]
রবিবার (৯ অক্টোবর) সকাল থেকেই দলে দলে নাতে রাসূল ও হামদ এবং গজল পরিবেশনের মধ্যে দিয়ে মুখরিত চট্টগ্রামের সড়ক গুলো।
[caption id="attachment_5048" align="alignnone" width="300"] আশেকভক্তদের হাত নেড়ে ঈদে মিলাদুন্নবীর মোবারকবাদ জানাচ্ছেন হুজুর কেবলা আল্লামা সৈয়দ মোহাম্মদ তাহের শাহ[/caption]
তাই এবারও ১২ই রবিউল আউয়াল পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা উপলক্ষে চট্টগ্রামে আন্জুমানে রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্টের উদ্যোগে হুজুর কেবলা রাহনুমায়ে শরিয়ত ও তরিকত হযরতুল আল্লামা সৈয়দ মুহাম্মাদ তাহের শাহর (মাঃজিঃআঃ) সদারতে বিশ্বের বৃহত্তম জুলুস অনুষ্ঠিত হচ্ছে।সাথে রয়েছেন রাহনুমায়ে শরিয়ত ও তরিকত হযরতুল আল্লামা সৈয়দ মুহাম্মাদ সাবের শাহ (মাঃজিঃআঃ) ও পীরজাদা হযরতুল আল্লামা সৈয়দ মুহাম্মাদ কাশেম শাহ ( মাঃজিঃআঃ)।