নিজস্ব প্রতিবেদক:
হাটহাজারী উপজেলার ফরহাদাবাদ ইউনিয়নের গাছ পাচারের দূর্গ খ্যাত উদালিয়া গ্রামে ধলই বাড়বকুণ্ড সড়ক থেকে ৩৫ টু: = ৫৭.৭৭ ঘনফুট বিবিধ গোলকাঠ বোঝাই নাম্বার বিহীন নছিমন আটক করে বনবিভাগ।
[caption id="attachment_1365" align="alignnone" width="300"] বিজ্ঞাপন[/caption]
রবিবার (১৫ মে) রাত সাড়ে ৯টার দিকে এ কাঠ ভর্তি নসিমন গাড়ি আটক করা হয়।
[caption id="attachment_881" align="alignnone" width="300"] বিজ্ঞাপন[/caption]
স্থানীয়রা জানান, এ সড়ক দিয়ে প্রতি দিন গাছ পাচার হলেও রহস্যজনক ভাবে নির্বিকার ছিলো বনবিভাগের অসাধু পায়ী কর্মকর্তারা। এ গ্রামের পশ্চিমে বনবিভাগের হাজার হাজার হেক্টর বনায়ন উজাড় করে নিয়ে গেছে গাছখেকো ও বনদস্যুরা। এ গ্রামের পশ্চিমে হাজার হাজার কোটি টাকার সামাজিক বনায়ন নির্বিচারে কেটে নিয়ে গেছে বনদস্যুরা।
[caption id="attachment_2711" align="alignnone" width="300"] বিজ্ঞাপন[/caption]
চট্টগ্রাম উত্তর বনবিভাগের বন কর্মকর্তা মোজাম্মেল হক শাহ চৌধুরী বলেন, গোপন সংবাদের ভিত্তিতে সহকারী বনসংরক্ষক মোঃ জয়নাল আবেদীনের নেতৃত্বে ১৫মে রাত সাড়ে ৯টার দিকে বিট কর্মকর্তা, মন্দাকিনী বিট ও সঙ্গীয় স্টাফসহ অবৈধ ভাবে বিবিধ গোলকাঠ পাঁচারের সময় হাটহাজারী উপজেলার ফরহাদাবাদ ইউনিয়নের ধলই বাডবকুন্ড এলাকার ত্রিপুরা পড়ার পার্শ্ববর্তী সড়ক থেকে ৩৫ টু: = ৫৭.৭৭ ঘনফুট বিবিধ গোলকাঠ বোঝাই নাম্বার বিহীন নছিমন আটক করা হয়।
[caption id="attachment_883" align="alignnone" width="300"] বিজ্ঞাপন[/caption]
জব্দকৃত মালামাল নাজিরহাট কাঠের ডিপো হেফাজতে রাখা হয়েছে। এ ব্যাপারে বন মামলা দাখিল করা হয়েছে ।