নিজস্ব প্রতিবেদক:
হাটহাজারী উপজেলার ফরহাদাবাদ ইউনিয়নের গাছ পাচারের দূর্গ খ্যাত উদালিয়া গ্রামে ধলই বাড়বকুণ্ড সড়ক থেকে ৩৫ টু: = ৫৭.৭৭ ঘনফুট বিবিধ গোলকাঠ বোঝাই নাম্বার বিহীন নছিমন আটক করে বনবিভাগ।
রবিবার (১৫ মে) রাত সাড়ে ৯টার দিকে এ কাঠ ভর্তি নসিমন গাড়ি আটক করা হয়।
স্থানীয়রা জানান, এ সড়ক দিয়ে প্রতি দিন গাছ পাচার হলেও রহস্যজনক ভাবে নির্বিকার ছিলো বনবিভাগের অসাধু পায়ী কর্মকর্তারা। এ গ্রামের পশ্চিমে বনবিভাগের হাজার হাজার হেক্টর বনায়ন উজাড় করে নিয়ে গেছে গাছখেকো ও বনদস্যুরা। এ গ্রামের পশ্চিমে হাজার হাজার কোটি টাকার সামাজিক বনায়ন নির্বিচারে কেটে নিয়ে গেছে বনদস্যুরা।
চট্টগ্রাম উত্তর বনবিভাগের বন কর্মকর্তা মোজাম্মেল হক শাহ চৌধুরী বলেন, গোপন সংবাদের ভিত্তিতে সহকারী বনসংরক্ষক মোঃ জয়নাল আবেদীনের নেতৃত্বে ১৫মে রাত সাড়ে ৯টার দিকে বিট কর্মকর্তা, মন্দাকিনী বিট ও সঙ্গীয় স্টাফসহ অবৈধ ভাবে বিবিধ গোলকাঠ পাঁচারের সময় হাটহাজারী উপজেলার ফরহাদাবাদ ইউনিয়নের ধলই বাডবকুন্ড এলাকার ত্রিপুরা পড়ার পার্শ্ববর্তী সড়ক থেকে ৩৫ টু: = ৫৭.৭৭ ঘনফুট বিবিধ গোলকাঠ বোঝাই নাম্বার বিহীন নছিমন আটক করা হয়।
জব্দকৃত মালামাল নাজিরহাট কাঠের ডিপো হেফাজতে রাখা হয়েছে। এ ব্যাপারে বন মামলা দাখিল করা হয়েছে ।