প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ২৪, ২০২৪, ৮:২০ এ.এম || প্রকাশের তারিখঃ জুন ১, ২০২৩, ১১:২৮ এ.এম
উদালিয়ায় বীর মুক্তিযোদ্ধার সন্তানদের রোপনকৃত ৪০০ কলা গাছ কেটে তছনছ করে দুর্বৃত্তরা!
নিজস্ব প্রতিবেদক:
হাটহাজারী উপজেলার ফরহাদাবাদ ইউনিয়নের ৩নং ওয়ার্ড উদালিয়া গ্রামে বীর মুক্তিযোদ্ধা সন্তান হাবিব, সাইফুল ইসলাম ও সাংবাদিক মহিনের প্রায় ৩ একর জায়গায় লাগানো বড় বড় ৪০০ কলা গাছ কেটে তছনছ করার অভিযোগ পাওয়া গেছে।
বুধবার (৩১ মে) সকালে বাগানে গেলে দেখা যায় সব কলা গাছ কেটে তছনছ করে দুর্বৃত্তরা।
অভিযোগ সুত্রে জানা যায়, গত কয়েক সপ্তাহ আগে উক্ত বাগানে ফলফ্রুটের গাছের পাশাপাশি ৪০০ বড় বড় কলা গাছ লাগানো হয়। কিন্তু তার আগেও ছোট বড় প্রায় ২০০ কলা গাছ লাগানো হয়। সব মিলে প্রায় ৬০০ কলা গাছ কেটে তছনছ করে দুর্বৃত্তরা। এ সব কলা গাছ লাগানো এবং জঙ্গল পরিষ্কার করতে প্রায় লাখ টাকার বেশি খরচ হয়। এখন ধারদেনা করে লাগানো গাছ কেটে ফেলায় বাকরুদ্ধ বীর মুক্তিযোদ্ধার সন্তানরা। এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও মডেল থানা বরাবর লিখিতভাবে অভিযোগ দিয়েছেন অসহায় বীর মুক্তিযোদ্ধার সন্তানরা।
এখন প্রশাসনের সুনজর কামনা ও দোষী ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ দাবি করেন বীর মুক্তিযোদ্ধার সন্তানরা।
নাসির উদ্দীন উদালিয়া বলেন, আমাদের এলাকার নতুন উদ্যোক্তা ছোট ভাই সাংবাদিক মহিনের কলা বাগানের ৪০০ কলা গাছ কেটে ফেলার ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছি।
হাটহাজারী মডেল থানার ওসি রুহুল আমিন সবুজ বলেন, আমি এ বিষয় ব্যবস্থা নিচ্ছি।
হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ শাহিদুল আলম বলেন, এ ঘটনায় অভিযোগ নয়, মামলা করা উচিত।
Copyright © 2024 Hathazarinews.com. All rights reserved.