নোটিশ :
hathazarinews.com ওয়েব সাইটে আপনাকে স্বাগতম...
সংবাদ শিরোনাম:
ফরহাদাবাদে বন্যায় ক্ষতিগ্রস্থ পরিবার কে ঘর নির্মাণ করে দেয়া হবে: উপদেষ্টা ফারুক ই আজম হাটহাজারীতে আগুনে পুড়লো ৪ পরিবারের বসতঘর পণ্ডিত স্বর্ণময় চক্রবর্তীর পিএইচডি ডিগ্রি অর্জন হাটহাজারীতে বন্যা দূর্গতদের মাঝে ত্রাণ বিতরণ করেন চট্টগ্রাম বিভাগীয় কমিশনার  ফরহাদাবাদের বংশালে বন্যা কবলিত ভাইকে দেখতে গিয়ে বোনের মৃত্যু ফরহাদাবাদে মধ্যে রাতে বন্যার পানি ঘরে: মালামাল বের করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট যুবক নিহত হাটহাজারীতে নির্মাণাধীন ভবনে পড়েছিল ব্যবসায়ীর লাশ বীর মুক্তিযোদ্ধা এলএমজি মাহাবুর ইন্তেকাল  নরমাল ডেলিভারিতে ৮ নবজাতকের জন্ম হাটহাজারী স্বাস্থ্য কমপ্লেক্সে রবিবার থেকেই হাটহাজারী মডেল থানার পুলিশি কার্যক্রম শুরু: ওসি মনিরুজ্জামান 
উত্তর মাদার্শায় দুর্বৃত্তের হামলায় একই পরিবারের ৩ জন গুরুতর আহত!

উত্তর মাদার্শায় দুর্বৃত্তের হামলায় একই পরিবারের ৩ জন গুরুতর আহত!

নিজস্ব প্রতিবেদক: হাটহাজারী উপজেলার উত্তর মাদার্শা ইউনিয়নের ৪নং ওয়াডস্থ পাঙ্গা কোম্পানি বাড়ী সংলগ্ন এলাকায় দুর্বৃত্তের হামলায় মো.আলাউদ্দিন প্রকাশ রুবেল (৪৪), মো.রিয়ান ও তার মা সহ একই পরিবারের তিনজন গুরুতর আহত হয়েছে।

বুধবার (১ মে) বিকালের দিকে এ হামলার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন রবিউল হোসেন বাবলু নামে এক মেম্বার। এর আগে মঙ্গলবার দিবাগত রাত সাড়ে এগারটার দিকে উপজেলার উত্তর মাদার্শা ইউনিয়নের ৪নং ওয়াডস্থ পাঙ্গা কোম্পানি বাড়ী সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।

সূত্রে জানা যায়, ঘটনার দিন দিবাগত রাত প্রায় সাড়ে এগারটার দিকে ওই বাড়ীর মৃত সাহাব মিয়ার পুত্র আলাউদ্দিন প্রকাশ রুবেল নিজ বাসায় ফেরার পথে পূর্ব থেকে উৎপেতে থাকা দুর্বৃত্তরা দেশীয় ধারালো অস্ত্র রামদা, লোহার রড়, টেডা, কিরিচ নিয়ে রুবেলের উপর হামলা চালায়। এসময় হামলার শিকার ভিকটিমের চিৎকারে রুবেলের স্ত্রী ও সন্তান এগিয়ে এসে তাকে রক্ষা করার চেস্টা করলে দুর্বৃত্তরা তাদের উপরও হামলা করে। হামলায় রুবেলের মাথাসহ শরীরের বিভিন্ন অংশ এবং স্ত্রী মাথায় ও পুত্র রায়হানের মাথার পেছনে কিরিচের কুচ লেগে মারাত্নকভাবে রক্তাক্ত জখম হয়। তাদের সকলের আত্নচিৎকারে আশেপাশের মানুষ এগিয়ে আসলে হামলাকারী দুর্বৃত্তরা দ্রুত ঘটনাস্থল থেকে সটকে পড়ে। পরে স্থানীয়রা গুরুতর আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে নিয়ে আসলে সেখনে কর্তব্যরত চিকিৎসক অবস্থা বেগতিক দেখে প্রাথমিক চিকিৎসা দিয়ে তাদের চমেক হাসপাতালে রেফার করে দেন।

হামলার শিকার গুরুতর আহত রুবেলেন পুত্র আহত রিয়ান জানান, মঙ্গলবার রাতে বাবা বাসায় ফেরার পথে বাসার পাশেই সালাউদ্দীন ও সানাউল্লাহর নেতৃত্বে একদল দুর্বৃত্ত বাবার উপর হামলা করে। এসময় বাবার চিৎকার শুনে বাবাকে বাঁচাতে আমি আর মা এগিয়ে গেলে তারা আমাদের উপরও হামলা চালায়। বর্তমানে আমার বাবার অবস্থা খুবই খারাপ। আমার মাথার পেছনে ৬ টা সেলাই করতে হয়েছে। মার মাথায় ৮ টা এবং বাবার মাথায় ১৬ টা সেলাই করেছেন চিকিৎসকরা। আমরা এ ঘটনায় মামলার প্রস্তুতি নিচ্ছি।

মেম্বার রবিউল হোসেন বাবলু বুধবার বিকালের দিকে বলেন, ভিকটিমের পরিবার ঘটনাটি ফোনে আমাকে জানিয়েছেন, বর্তমানে তারা চমেক হাসপাতালে চিকিৎসাধীন আছেন। শুনেছি রুবেল,তার স্ত্রী সন্তান সকলের মাথায় একাধিক সেলাই হয়েছে।

এ ব্যাপারে জানতে সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ শাহেদুল আলমের মুঠোফোনে রিং দিলেও তিনি রিসিভ করেননি।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন




সর্বস্বত্ব সংরক্ষিত,© এই সাইডের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ServerNeed.com