হাটহাজারী নিউজ ডেস্ক:
উখিয়া থানাধীন ৩নং হলদিয়াপালং ইউপিস্থ ১নং ওয়ার্ড অন্তগর্ত পশ্চিম মরিচ্যা গোয়ারদ্বীপ এলাকা থেকে দুই হাজার দশ পিস ইয়াবা ও মাদক বিক্রির নগদ ৪০ হাজার টাকাসহ একজন মাদক কারবারী গ্রেফতার করে পুলিশ।
বিজ্ঞাপন
শুক্রবার (৬ মে) ভোর সাড়ে ৪টার দিকে তাকে আটক করা হয়।
বিজ্ঞাপন
উখিয়া থানার ওসি জানান, পুলিশের একটি চৌকস টিম মাদক বিরোধী অভিযান পরিচালনা করে উখিয়া থানাধীন ৩নং হলদিয়াপালং ইউপিস্থ ১নং ওয়ার্ড অন্তগর্ত পশ্চিম মরিচ্যা গোয়ারদ্বীপ এলাকা হতে গ্রেফতারকৃত আসামী মোঃ রেজাউল তালুকদার (৩৪), পিতা-মোঃ শহিদ তালুকদার, সাং-বিন্নবাড়ী চর, থানা-বেলকুচি, জেলা-সিরাজগঞ্জ এর হেফাজত হতে ২০১০ (দুই হাজার দশ) পিস ইয়াবা ও মাদক বিক্রির নগদ ৪০,০০০/- টাকা উদ্ধার করে উপস্থিত স্থানীয় জনগন ও সাক্ষীদের জব্দ করা হয়।
গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।