নিজস্ব প্রতিবেদক:
হাটহাজারী উপজেলার ছিপাতলী ইউনিয়নের ঈদগাহ বহুমুখী উচ্চ বিদ্যালয় ও কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়।
[caption id="attachment_1365" align="alignnone" width="300"] বিজ্ঞাপন[/caption]
মঙ্গলবার (১ নভেম্বর) সকাল ১০টায় কলেজ হলরুমে এ বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়।
[caption id="attachment_881" align="alignnone" width="300"] বিজ্ঞাপন[/caption]
উক্ত শিক্ষা প্রতিষ্ঠানের গভর্নিং বডি সভাপতি মোঃ ইসমাইল হোসেনের সভাপতিত্বে এবং প্রভাষক কেবি নুরুল ইসলাম পারভেজের সঞ্চালনায় এ বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়।
এ বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ শাহিদুল আলম।
বিদায় সংবর্ধনা সভায় স্বাগত বক্তব্য রাখেন অধ্যক্ষ মতিউর রহমান, সহকারী শিক্ষক ফরিদুল ইসলাম, প্রভাষক আবদুল কাইয়ুম ও একাদশ শ্রেণির পক্ষ থেকে বক্তব্য রাখেন নাঈমা, বিদায়ী শিক্ষার্থীদের পক্ষ থেকে সামিয়া আকতার রিমি এবং মানপত্র পাঠ করেন জান্নাতুল মাওয়া বিথী।
এতে আরও উপস্থিত ছিলেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ মাঈন উদ্দিন, হাটহাজারী সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ ফরিদ আহমদ, ইউপি চেয়ারম্যান নুরুল আহসান লাভু, ঈদগাহ বহুমুখী উচ্চ বিদ্যালয় ও কলেজের গভর্নিং বডির সদস্য নুরুল ইসলাম, ওসমান গনি এনামসহ অনেকেই।