নিজস্ব প্রতিবেদক:
চট্টগ্রাম মহানগরীর কর্ণফুলী থানাধীন ক্রসিং মোড় সংলগ্ন জামাল পাড়া এলাকায় অভিযান পরিচালনা করে ৩ হাজার পিস ইয়াবাসহ কামরুল ইসলাম নামে এক যুবককে আটক করে ডিবি পুলিশ।
বিজ্ঞাপন
সোমবার (১২ ডিসেম্বর) অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
বিজ্ঞাপন
মহানগর গোয়েন্দা ( পশ্চিম) উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ আলী হোসেন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে চট্টগ্রাম মহানগরীর কর্ণফুলী থানাধীন ক্রসিং মোড় সংলগ্ন জামাল পাড়া এলাকায় অভিযান পরিচালনা করে ৩ হাজার পিস ইয়াবাসহ কামরুল ইসলামকে গ্রেফতার করা হয়।
বিজ্ঞাপন
তিনি আরও বলেন, গ্রেফতারকৃত কামরুল ইসলাম কক্সবাজার জেলা থেকে কম দামে ইয়াবা ক্রয় করে চট্টগ্রাম মহানগরের বিভিন্ন এলাকায় বেশি দামে বিক্রি করে থাকে মর্মে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়।