নিজস্ব প্রতিবেদক:
নগরীর বাকলিয়া থানাধীন রাহাত্তারপুল মোড় কে. বি. আমান আলী রোড থেকে ৯ হাজার পিস ইয়াবাসহ আবদুর রহমান ও মোঃ শাহাদত হোসেন এবং ১৪০ লিটার চোলাই মদসহ গোয়ালপাড়া থেকে বিপ্লব দাশ নামে তিন ব্যবসায়ীকে গ্রেফতার করে ডিবি পুলিশ।
বুধবার (৩০ নভেম্বর) নগরীর রাহাত্তারপুল ও গোয়ালপাড়া এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাদের কে আটক করা হয়।
মহানগর গোয়েন্দা (উত্তর ও দক্ষিণ) বিভাগের উপ-পুলিশ কমিশনার নিহাদ আদনান তাইয়ান বলেন, আজকে ৩০ নভেম্বর গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে নগরীর বাকলিয়া থানাধীন রাহাত্তারপুল মোড় কে. বি. আমান আলী রোড থেকে ৯০০০ পিস ইয়াবাসহ আবদুর রহমান ও মোঃ শাহাদত হোসেনদ্বয়কে গ্রেফতার করেন।
গ্রেফতারকৃত ব্যক্তিদ্বয় কক্সবাজার জেলার টেকনাফ থানাধীন রোহিঙ্গা ক্যাম্পের বিভিন্ন উৎস থেকে কম দামে ইয়াবা ট্যাবলেট ক্রয় করে কৌশলে চট্টগ্রাম শহরে এনে চট্টগ্রাম শহরের বিভিন্ন মাদক ব্যবসায়ীদের নিকট বেশি দামে বিক্রি করে থাকে মর্মে প্রাথমিক তদন্তে জানা যায়।
অন্য দিকে, মহানগর গোয়েন্দা ( পশ্চিম) উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ আলী হোসেন দিক নির্দেশনায় গত মঙ্গলবার ২৯ নভেম্বর গোপন সংবাদের ভিত্তিতে চট্টগ্রাম মহানগরীর কোতোয়ালী থানাধীন গোয়ালপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে বিপ্লব দাশ প্রকাশ মাছকাটা বিপ্লবকে ১৪০ লিটার চোলাই মদসহ গ্রেফতার করেন।