নিজস্ব প্রতিবেদক:
চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়া উপজেলার লক্ষ্যারচর এলাকা থেকে ১৫২৮ পিস ইয়াবাসহ আব্দুর রশিদ (২৮) নামে একজন মাদক ব্যবসায়ীকে আটক করেছে চিরিংগা হাইওয়ে থানা পুলিশ।
শনিবার (২৪ জুন) বিকাল ৩টা ২০ মিনিটের দিকে তাকে আটক করা হয়।
আটককৃত আব্দুর রশিদ (২৮) পটিয়া থানাধীন দক্ষিণ গৌবিন্দেরখীল এলাকার বাসিন্দা।
চিরিংগা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ এসআই খোকন কান্তি রুদ্র বলেন, গোপন সংবাদের ভিত্তিতে কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের চট্টগ্রামগামী লেনে এ-লাইন যাত্রীবাহী বাসের যাত্রী মাদক বহন করছে এমন গোপন তথ্যের ভিত্তিতে বাসে তল্লাশী করে আব্দুর রশিদ নামে এক যাত্রীর দেহ থেকে ১৫২৮ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।