প্রিন্ট এর তারিখঃ মার্চ ১২, ২০২৫, ৬:২৬ পি.এম || প্রকাশের তারিখঃ মার্চ ২, ২০২৫, ১:০৮ এ.এম
ইপিজেড থেকে অপহরণ: হাটহাজারীতে উদ্ধার, গ্রেফতার ৩ অপহরণকারী

নিজস্ব প্রতিবেদক: সিএমপি'র ইপিজেড থানা এলাকা থেকে অপহরণ করার ২৪ ঘন্টার মধ্যে হাটহাজারীতে অপহৃতকে উদ্ধার করে অপহরণ চক্রের ৩ সদস্য কে গ্রেফতার করে পুলিশ।
শনিবার (১ মার্চ) ভোর রাত ৩টা ৩০ মিনিটের দিকে হাটহাজারী উপজেলার উত্তর মাদার্শা ইউনিয়নের নতুনহাট এলাকা থেকে গ্রেফতার করা হয়।
ইপিজেড থানার এসআই মোঃ হাছান আলী বলেন, গত ২৮ ফেব্রুয়ারী ইপিজেড থানা এলাকা থেকে মোঃ তামজিদ ওরফে বল্টু মাঝি (৩০)কে অপহরন এবং অপহরনকারীগন কর্তৃক মুক্তিপন দাবীর বিষয়ে মামলা দায়ের করেন।
অপহৃতের স্ত্রী ফাহিমা আক্তার (২৪) গত ২৮ ফেব্রুয়ারী ইপিজেড থানায় তার স্বামী ভিকটিম মোঃ তামজিদ ওরফে বল্টু মাঝি (৩০)কে অপহরন এবং অপহরনকারীগন কর্তৃক মুক্তিপন দাবীর বিষয়ে মামলা দায়ের করেন। এরই প্রেক্ষিতে আমরা গোপন সংবাদের ভিত্তিতে গত ১ মার্চ ভোর রাত অনুমান ৩টা ৩০ মিনিটের দিকে হাটহাজারী থানাধীন উত্তর মাদ্রাসা নতুন হাট এলাকায় অভিযান পরিচালনা করে অপহৃত ভিকটিম মোঃ তামজিদ ওরফে বল্টু মাঝি (৩০) কে উদ্ধার করেন এবং অপহরণকারী এজাহার নামীয় আসামী মোঃ আরিফ (২৯), ২। সুমন প্রকাশ আনোয়ার (৩০), ৩। মোঃ জাহাঙ্গীর আলম (৪৩)দেরকে গ্রেফতার করেন। গ্রেফতারকৃতদের যথাযথ পুলিশ স্কটের মাধ্যমে বিজ্ঞ আদালতে প্রেরন করা হয়েছে।
Copyright © 2025 Hathazarinews.com. All rights reserved.