নিজস্ব প্রতিবেদক:
মহান স্বাধীনতা দিবস এবং পবিত্র রমজান মাসে শান্তি-শৃঙ্খলা বজায় রাখার স্বার্থে ইপিজেড থানার দিনব্যাপী অভিযানে অসামাজিক কার্যকলাপে জড়িত, জুয়াড়ি, ওয়ারেন্টভুক্ত ও সন্দেহজনকভাবে ঘুরে ফেরার দায়ে ৩১ জনকে আটক করে পুলিশ।
বিজ্ঞাপন
শুক্রবার (১৭ মার্চ) সকাল থেকে শুরু করে রাত পর্যন্ত টানা অভিযানে ধরপাকড়া করে আটক করা হয়।
আটককৃত জুয়াড়ি
বন্দর জোনের সহকারী পুলিশ কমিশনার মাহমুদুল হাসান জানান, মহান স্বাধীনতা দিবস এবং পবিত্র রমজান মাসে শান্তি-শৃঙ্খলা বজায় রাখার স্বার্থে ইপিজেড থানার ওসি মো: আব্দুল করিম কর্তৃক একাধিক অভিযান পরিচালনা করে ৩১ জনকে আটক করা হয়। তার মধ্যে জিআর ওয়ারেন্টমূলে ২ জন, অসামাজিক কার্যকলাপে জড়িত ১৬ জন, জুয়া খেলার সাথে জড়িত ৮ জন এবং রাত্রিকালীন সন্দেহজনকভাবে ঘোরাফেরার জন্য ৫ জনসহ মোট ৩১ জনকে আটক করা হয়।
সন্দেহজনভাবে ঘুরাফেরা
তিনি আরও বলেন, আটককৃতদের বিজ্ঞ আদালতে প্রেরণের মাধ্যমে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়।