হাটহাজারী নিউজ ডেস্কঃ শনিবার রাতে ইউক্রেনের ৮৬টি সামরিক ইউনিটে হামলা চালানো হয়েছে বলে দাবি করেছে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়। রবিবার প্রকাশিত এক বিবৃতিতে এই তথ্য জানানো হয়।
[caption id="attachment_2711" align="alignnone" width="300"] বিজ্ঞাপন[/caption]
এগুলোর অবস্থান হচ্ছে মধ্য-পূর্বাঞ্চলের শহর দনিপ্রো, দক্ষিণের শহর মাইকোলাইভ এবং দেশের দ্বিতীয় বৃহত্তম শহর খারকিভে।
[caption id="attachment_1395" align="alignnone" width="218"] বিজ্ঞাপন[/caption]
রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র মেজর জেনারেল ইগর কোনাশেনকভের দেওয়া তথ্য মতে, ক্ষতিগ্রস্ত স্থাপনাগুলোর তালিকায় রয়েছে: দুটি নিয়ন্ত্রণ পয়েন্ট, দুটি গোলাবারুদ গুদাম, তিনটি দাহ্য পদার্থের গুদাম ও ৪৯টি ইউক্রেনীয় সামরিক সরঞ্জাম এবং সহায়তা পয়েন্ট।
[caption id="attachment_1365" align="alignnone" width="300"] বিজ্ঞাপন[/caption]
ইউক্রেনে গত ২৪ ফেব্রুয়ারি থেকে বিশেষ সামরিক অভিযান চালাচ্ছে রাশিয়া। এই সময়ে ইউক্রেনের বেশ কয়েকটি শহর দখলে নিয়েছে রুশ বাহিনী।সূত্র: বিবিসি