হাটহাজারী নিউজ ডেস্ক:
দিনাজপুরের ঘোড়াঘাটের সাবেক ইউএনও ওয়াহিদা খানম এবং তার বাবাকে হত্যাচেষ্টা মামলায় প্রধান আসামি রবিউল ইসলামকে ১৩ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত।
[caption id="attachment_1365" align="alignnone" width="300"] বিজ্ঞাপন[/caption]
মঙ্গলবার (৮ নভেম্বর) সকালে জেলা দায়রা জজ-৩ আদালতের বিচারক বেগম সাদিয়া সুলতানা এই আদেশ দেন।
[caption id="attachment_881" align="alignnone" width="300"] বিজ্ঞাপন[/caption]
এর আগে মামলার একমাত্র আসামি রবিউল ইসলাম কারাগারের উপস্থিত হন। ২০২০ সালে ২ সেপ্টেম্বর রাতে উপজেলা পরিষদ চত্বরে ইউএনও’র সরকারি বাসভবনে হামলার ঘটনা ঘটে। গুরুতর আহত হন ইউএনও ওয়াহিদা খানম ও তার বাবা। পরে ইউএনও’র ভাই বাদী হয়ে থানায় মামলা করেন। পরে ডিবি পুলিশ উপজেলা পরিষদের মালি রবিউলকে গ্রেফতার করে।
[caption id="attachment_310" align="alignnone" width="212"] বিজ্ঞাপন[/caption]
পুলিশের জানায়, আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে রবিউল জানিয়েছে, চুরির কারণে তাকে চাকরিচ্যুত করায় ওয়াহিদার ওপর হামলা চালায় সে। হাইকোর্ট থেকে এতদিন জামিনে ছিল রবিউল।(যমুনাটিভি)