নিজস্ব প্রতিবেদক:
গাউছে জমান,মুফতিয়ে আজম আল্লামা শাহসূফী সৈয়দ আমিনুল হক ফরহাদাবাদী(কঃ)’র ৭৮তম বার্ষিক ওরশ পরবর্তি পর্যালোচনা ও একাডেমীর মাসিক সভা অনুষ্ঠিত হয়।
মঙ্গলবার (২৭ ডিসেম্বর) বাদ এশা শাহজাদা সৈয়দ নুরুল আলমের সভাপতিত্বে আন্জুমানের দায়রা শরীফে অনুষ্ঠিত হয়।
শাহজাদা সৈয়দ নুরুল আলমের সভাপতিত্বে আয়োজিত সভায় প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন সাজ্জাদানশীন শাহসূফী সৈয়দ মুহাম্মদ হাসান (ম.)।
বিশেষ মেহমান ছিলেন শাহজাদা সৈয়দ জামাল উদ্দিন ফরহাদাবাদী।
বক্তারা ৭৮তম ওরশ শরীফ বিভিন্ন কর্মসূচি পালনের মাধ্যমে জৌলশ ও জাঁকজমকপূর্ণতার সাথে শেষ হওয়ায় মহান আল্লাহর দরবারে শোকরিয়া জ্ঞাপন করেন এবং আগামীতে মহান ৯ মাঘ এবং ২২ মাঘ সহ সকল ওরশ শরীফকে আরো সুন্দর এবং সমৃদ্ধ করার প্রত্যয় ব্যক্ত করেন।
এ সময় উপস্থিত ছিলেন, সাফায়াতুল ইসলাম সাবাল, মইনুল হোসেন, মাস্টার এনামুল হক মুহুরী, মিল্লাত হোসেন মুহুরী মেম্বার, নাসিরউদ্দিন মন্টু, রাঙামাটিয়া শাখার মাস্টার সৈয়দ গোফরান উদ্দিন ফরহাদ, সৈয়দ বাড়ি শাখার সৈয়দ জহুর,দিঘীরপাড় শাখার মোঃ বাবু,করিম মুহুরীবাড়ি শাখার মোঃ নাফিজ, ফরহাদাবাদ শাখার মোঃ মানিক, আলহাজ্ব মোঃ হারুন, মোঃসফিউল আজম, মোঃ শাহজাহান, সৈয়দ সাইফুদ্দিন,নুরুল ইসলাম,মোঃ হোসেন,মোহাম্মদ আলী,জোহা,মোরশেদ,নুর হোসেন মুন্সি কন্ট্রাক্টর,মাহমুল্লাহ মেম্বার,মেম্বার সৈয়দ মাহবুব আলী সাজু,মোঃ হুমায়ুন, আবুল বশর, শেখ মুু.হাসান উদ্দিন, হাফেজ নাসের,হাফেজ জাহেদ,হাফেজ মিনহাজ,হাফেজ লোকমান,হাফেজ সাবের,মাওলানা এনামুল হক মুহুরী, মোঃ ইকরাম সহ বিভিন্ন শাখা ও একাডেমীর সর্বস্থরের সদস্যবৃন্দ।
সর্বশেষ মিলাদ কিয়াম ও মোনাজাতের পর তবারুক বিতরণ করা হয়।