নিজস্ব প্রতিবেদক: হাটহাজারীতে ওরিস ও মন্ড ব্র্যান্ডের মোট ৬৩ হাজার ৮০০ প্যাকেট (৬৩৮০ কার্টন) সিগারেটসহ দুইজন কে গ্রেফতার করে ডিবি পুলিশ।
রবিবার (২৩ মার্চ) সকাল সাড়ে ৭টার দিকে
রাঙ্গামাটি-খাগড়াছড়ি টু চট্টগ্রাম গামী আঞ্চলিক মহাসড়কের হাটহাজারী উপজেলার চিকনদন্ডী ইউনিয়নের আমান বাজার জয়নব কমিউনিটি সেন্টার এর সামনে থেকে অবৈধ ভারতীয় সিগারেট জব্দ করা হয়।
গ্রেফতারকৃত আসামি মোঃ শওকত আকবর(৩৪), পিতা- মোঃ মমতাজ উদ্দিন, মাতা- মরিয়ম বেগম, সাং- বনরুপা, কাটা পাহাড় লেন, ৭ নং ওয়ার্ড, রাঙ্গামাটি পৌরসভা, থানা- কোতোয়ালি, জেলা- রাঙ্গামাটি এবং মোঃ বাদশা (২৬) (চালক), পিতা- বশির আহমেদ, মাতা- শাহজাহান বেগম, মানিকছড়ি ২ নং ওয়ার্ড, ২ নং সাপছড়ি ইউনিয়ন, থানা- কোতোয়ালি, জেলা রাঙ্গামাটি।
চট্টগ্রাম জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ মোহাম্মদ সাজেদুল ইসলাম বলেন, বিশেষ অভিযান পরিচালনা করে হাটহাজারী থানাধীন চিকনদন্ডী ইউনিয়নের আমান বাজার সংলগ্ন জয়নব কমিউনিটি সেন্টার এর সামনে রাঙ্গামাটি-খাগড়াছড়ি টু চট্টগ্রাম গামী আঞ্চলিক মহাসড়কের উপর বিশেষ অভিযান পরিচালনা করে মোট ৬৩,৮০০ প্যাকেট (১২,৭৬,০০০ শলাকা) বিভিন্ন ব্রান্ডের বিদেশী সিগারেট উদ্ধার (যার বাজার মূল্য আনুমানিক এক কোটি টাকা) ও ১টি পিক আপ গাড়িসহ ২জনকে গ্রেফতার করা হয়।
তিনি আরও জানান, গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।