নিজস্ব প্রতিবেদক:
হাটহাজারী রেঞ্জ এর সর্তা বনবিটে আবারও ও খিরাম সেনা ক্যাম্প এর যৌথ অভিযানে সেগুন ও গামারী কাঠসহ ২৬০টি বাঁশের চালি আটক করে সেনাবাহিনী ও বনবিভাগ।
[caption id="attachment_1365" align="alignnone" width="300"] বিজ্ঞাপন[/caption]
গত বুধবার (৯ নভেম্বর) সকাল ৯টা ৩০ মিনিটের সময় অভিযান চালিয়ে অবৈধ সেগুন কাঠ ও বাঁশের চালি আটক করা হয়।
[caption id="attachment_881" align="alignnone" width="300"] বিজ্ঞাপন[/caption]
চট্টগ্রাম উত্তর বনবিভাগের বন কর্মকর্তা মোজাম্মেল হক শাহ চৌধুরী বলেন, গোপন সূত্রে প্রাপ্ত তথ্য মোতাবেক এস এম কাওছার হোসেন,বিট কর্মকর্তা,সর্তা বন বিট, হাটহাজারী রেঞ্জ এর নেতৃত্বে সঙ্গীয় স্টাফসহ এবং খিরাম সেনা ক্যাম্প সদস্য এর সহযোগীতায় সর্তা খাল এর মগঢাটা নামক স্থানে অভিযান চালিয়ে বাঁশের চালি বেঁধে বিবিধ গোলকাঠ ভাসমান অবস্থায় পাচারকালে ৬৮ টু:= ৮০.৮৩ ঘনফুট সেগুন ও গামার গোলকাঠ এবং অানু: ২৬০ টি বাঁশের চালি উদ্ধার ও বনজদ্রব্যে কোন বৈধ চিহ্ন না পাওয়ায় জব্দ করা হয় এবং জব্দকৃত বনজদ্রব্য বিট অফিস হেফাজতে রাখা হয়।
[caption id="attachment_310" align="alignnone" width="212"] বিজ্ঞাপন[/caption]
পরবর্তীতে যথা সময়ে বন আইনে মামলা দায়ের করা হয়েছে,এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান বিট কর্মকর্তা।