প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ২৩, ২০২৪, ৩:৩৩ পি.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ৩০, ২০২৩, ১০:৩৯ পি.এম
আনিস-সালাম-ইবরাহিম-ভিপি নাজিমসহ ১০ প্রার্থীর মনোনয়ন ফরম দাখিল!
নিজস্ব প্রতিবেদক:
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম ৫ (হাটহাজারী -বায়েজিদ আংশিক) আসনে জাতীয় পার্টির কো চেয়ারম্যান ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ এমপি, আওয়ামী লীগের মনোনীত প্রার্থী এমএ সালাম, কল্যাণ পাটির চেয়ারম্যান মেজর জেনারেল (অব) সৈয়দ মোহাম্মদ ইবরাহিম ও তৃণমূল বিএনপির ভিপি নাজিমসহ ১০ প্রার্থী।
[caption id="attachment_10552" align="alignnone" width="300"] জাতীয় পার্টির কো-চেয়ারম্যান ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ এমপি মনোনয়ন ফরম জমা দিচ্ছেন[/caption]
বৃহস্পতিবার (৩০ নভেম্বর) সকাল জাতীয় পার্টি ও দুটি ইসলামি ফ্রন্ট হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে এবং আওয়ামী লীগ প্রার্থী, বাংলাদেশ কল্যাণ পাটি, তৃণমূল বিএনপিসহ ৭টি রাজনৈতিক দলের প্রার্থী জেলা প্রশাসকের কার্যালয় মনোনয়নপত্র জমা দেন।
এদিকে সকাল থেকে প্রার্থীরা কর্মীদেরকে নিয়ে চট্টগ্রাম জেলা প্রশাসন ও হাটহাজারী উপজেলা
প্রশাসনের কাছে উৎসবমুখর পরিবেশে মনোনয়নপত্র জমা দেন।
এদিকে সকালে চট্টগ্রাম জেলা প্রশাসকের কার্যালয়ে মনোনয়নপত্র জমা দেন ক্ষমতাসীন দল আওয়ামী লীগের নৌকার প্রতিকের প্রার্থী চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক জেলা পরিষদের চেয়ারম্যান এম এ সালাম, তৃণমূল বিএনপি থেকে ভিপি নাজিম, একতারা প্রতীক নিয়ে নাসির হায়দার,কল্যাণ পার্টির চেয়ারম্যান মেজর ইব্রাহিম। হাটহাজারী উপজেলা প্রশাসনের কাছে জাতীয় পার্টি থেকে ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ,ইসলামি ফ্রন্ট বাংলাদেশ থেকে মুক্তার আহমেদ,বাংলাদেশ ইসলামিক ফ্রন্ট থেকে অধ্যাপক সৈয়দ হাফেজ আহমদ।
Copyright © 2024 Hathazarinews.com. All rights reserved.