নিজস্ব প্রতিবেদক:
আঞ্জুমানে মোত্তাবেয়ীনে গাউছে মাইজভান্ডারি ফরহাদাবাদ শাখার উদ্যোগে মাইজভান্ডার দরবার শরীফ আধ্যাত্ম শরাফতের প্রতিষ্ঠাতা ও বাংলার জমিনে তরিকায়ে মাইজভান্ডারির প্রবর্তক হযরত গাউছুল আজম মাইজভান্ডারি মাওলানা শাহসুফি সৈয়দ আহমদ উল্লাহ কঃ এর পবিত্র ওরশ শরীফ মহান ১০ মাঘ স্মরণে জিকিরে গাউছুল আজম মাইজভান্ডারি মাহফিল, সুবিধাবঞ্চিত অসহায় পরিবারের মাঝে সেলাইমেশিন, মেধাবী শিক্ষার্থীদের শিক্ষা সামগ্রী ও জিপিএ ৫ প্রাপ্ত ছাত্রছাত্রীদের সম্মাননা স্বারক প্রদান করা হয়।
শুক্রবার (১৪ জানুয়ারী) সন্ধ্যা সাড়ে ৫টার দিকে ফরহাদাবাদ উচ্চ বিদ্যালয় হল রুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি মাষ্টার নিজাম মোরশেদ এর সভাপতিত্বে সাধারণ সম্পাদক সালাউদ্দিন মাহমুদ এর সঞ্চালনায় আলোচনা সভা ও শিক্ষা সামগ্রী বিতরণ অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি ছিলেন সংগঠনের কেন্দ্রীয় সমন্বয় কমিটির আহবায়ক কাজী জানে আলম বাবুল, সচিব নাজমুল হাছান মাহমুদ শিমুল, যুগ্ম আহবায়ক মফিজুল আলম,সহকারী সচিব লালন ওসমান, মাওলানা মোহাম্মদ হাছান, মাওলানা ওসমান গনি ,সদস্য নুরুল কবির, মোস্তাফা কাইসার সুজন, সুলতান আহমদ, মিজানুর রহমান
সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরহাদাবাদ দরবার শরীফ এর সাজ্জাদানসীন সৈয়দ মোহাম্মদ হাছান ফরহাদাবাদী, সৈয়দ মোহাম্মদ হোসাইন ফরহাদাবাদী, শওকতুল আলম শওকত, বীর মুক্তিযুদ্ধা মাষ্টার মোহাম্মদ হোসেন, ইসমাইল হোসেন মুহুরী, আলী হোসেন কোম্পানি, জালাল অাহমদ সও. হাজী দিদারুল আজম, আলহাজ্ব ইদ্রিস মিয়া, গোলাম রাব্বানী মনু, তৌহিদুল আনোয়ার ,নাজমুল হুদা মনি,এড.সফিউল আজম,দেলোয়ার হোসেন মিন্টু, নাজমুল হাসান শেয়ান, হাজী ইয়াকুব মিয়া,তারেক আলম,মোহাম্মদ হোসেন মানিক,হাজি সেলিমউদ্দিন,কামরুল শেয়ান, মিল্লাত মুহুরী,গাউছিয়া আহমদীয়া মন্জিল প্রতিনিধি মো.নাছির উদ্দিন, সরওয়ার,আশরাফুজ্জামান মামুন,নাছির উদ্দিন,হোসাইন মন্জু,দিদারুল আলম,সরওয়ার কাইছার ইমন,মহিউদ্দিন, আমজাদ,হোসেন,রুবেল চৌধুরী,করিম,আরিফ, মানিক, সজিব, বাপ্পি,তানভীর, হাছান, তাইফু,আনোয়ার, শাহাদাত, হামিদ,সাইফু,তানিম, রাশেদ প্রমুখ।
এ সময় কোরান তেলোয়াত করেন হাফেজ আশরাফুল আলম, নাতে রসুল (সঃ) পাঠ করেন ওসমান গনি রিমন,শানে গাউছুল আজম মাইজভান্ডারি পাঠ করেন শায়ের মহিউদ্দিন তানভীর।শানে মুনিরুল হক পাঠ করেন রহিম উদ্দিন শাহ।
মাহফিলে ১০০ ছাত্র ছাত্রী কে শিক্ষা সামগ্রী, অসহায় পরিবার এর মাঝে সেলাইমেশিন বিতরন করা হয়।