হাটহাজারী নিউজ ডেস্ক:
চট্টগ্রামের বাঁশখালী উপজেলার ৩নং খানখানাবাদ ইউনিয়নের উত্তর প্রেমাশিয়া মৌলভী পাড়ায় আব্দুল হাকিম বাপের বাড়িতে আগুনে পুড়ে ছাঁই হয়ে গেছে ৭ বসতঘর।
মঙ্গলবার (৪ জুলাই) ভোরে এ দুর্ঘটনা ঘটে।
শিক্ষক আলমগীর হায়দারের ঘরসহ ৭ বসতঘর আগুনে পুড়ে ছাঁই হয়ে গেছে।
বর্তমানে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো খোলা আকাশের নিচে বসবাস করছে। ধারণা করা হচ্ছে মঙ্গলবার সকালে গ্যাস সিলিন্ডার থেকে আগুনের সূত্রপাত। এতে প্রায় ২৫ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছে ক্ষতিগ্রস্ত পরিবার।
ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর জন্য দ্রুত মানবিক সহযোগিতা ও সংশ্লিষ্ট সকলের দৃষ্টি আকর্ষণ করেছেন স্থানীয়রা।