হাটহাজারী নিউজ ডেস্ক;
বাংলাদেশের আকাশে জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। আগামী ১০ জুলাই ঈদুল আজহা উদ্যাপিত হবে।
[caption id="attachment_1365" align="alignnone" width="300"] বিজ্ঞাপন[/caption]
বৃহস্পতিবার (৩০ জুন) জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
[caption id="attachment_881" align="alignnone" width="300"] বিজ্ঞাপন[/caption]
এর আগে এদিন সন্ধ্যায় ইসলামিক ফাউন্ডেশনের দ্বীনি দাওয়াত ও সংস্কৃতি বিভাগে ফোন করে ফাউন্ডেশনের দেশের বিভিন্ন জেলার উপপরিচালকরা চাঁদ দেখার সংবাদ জানান।
[caption id="attachment_2711" align="alignnone" width="300"] বিজ্ঞাপন[/caption]
এবার ঈদের সরকারি ছুটি ৯, ১০ ও ১১ জুলাই। তবে ঈদের ছুটির একদিন ৯ জুলাই পড়েছে শনিবার সাপ্তাহিক ছুটির মধ্যে।
এদিকে বুধবার (২৯ জুন) মধ্যপ্রাচ্য থেকে ১৪৪৩ হিজরি সনের জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। সেই হিসাবে বৃহস্পতিবার (৩০ জুন) জিলহজ মাস শুরু হবে। তাই দেশটিতে ঈদুল আজহা উদযাপিত হবে আগামী ৯ জুলাই। আগামী ৮ জুলাই হজ অনুষ্ঠিত হবে।