নিজস্ব প্রতিবেদক:
খাগড়াছড়ি থানাধীন ৫নং ভাইবোনছড়া ইউনিয়নের ২নং ওয়ার্ডস্থ গাছবান ২নং প্রকল্প বাজারের পূর্ব দিকে মুদির দোকানের ভিতর অবৈধ দেশীয় তৈরী অস্ত্র-কাতুর্জ ও চাঁদা আদায়ের রশিদ বইসহ দুইজন কে আটক করে পুলিশ।
রবিবার (৯ এপ্রিল) বিশেষ অভিযান চালিয়ে অবৈধ অস্ত্রসহ তারা দুইজন কে আটক করা হয়।
খাগড়াছড়ি পার্বত্য জেলার পুলিশ সুপার মো: নাইমুল হক পিপিএম জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানিতে পারনে যে, খাগড়াছড়ি থানাধীন ৫নং ভাইবোনছড়া ইউপির, ২নং ওয়ার্ডস্থ, গাছবান ২নং প্রকল্প বাজারের পূর্ব দিকে আসামী সুকেন্দু ত্রিপুরার মুদির দোকানের ভিতর অবৈধ দেশীয় তৈরী অস্ত্র-কাতুর্জ ও চাঁদা আদায়ের রশিদ বই নিয়ে অবস্থান কালে ১নং আসামী সুকেন্দু ত্রিপুরা (৩৪), পিতা-বীরেন্দ্র ত্রিপুরা, মাতা-চাপ্রু লক্ষী ত্রিপুরা, সাং-গাছবান (২নং প্রকল্প পাড়া), ৮নং ওয়ার্ড, ৫নং ভাইবোনছড়া ইউপি, থানা-খাগড়াছড়ি সদর,
এ সময় তারার হেফাজত থাকা ক) ১টি দেশীয় তৈরি আগ্নেয়াস্ত্র/এলজি লং, যাহার মোট দৈর্ঘ্য ২৯.৫০ ইঞ্চি, যাহার মধ্যে লোহার অংশ ১৮ ইঞ্চি এবং কাঠের বাট ১১.৫০ ইঞ্চি ও খ) ২টি লাল রংয়ের কার্তুজ, যাহার পিছনের অংশ WINCHESTER 12 GA লেখা আছে উদ্ধার করা হয় এবং ২নং আসামী দিপু ত্রিপুরা (১৮), পিতা-কমল ত্রিপুরা, সাং-গাছবান (২নং প্রকল্প পাড়া), ৮নং ওয়ার্ড, ৫নং ভাইবোনছড়া ইউপি, থানা-খাগড়াছড়ি সদর, জেলা-খাগড়াছড়ি পার্বত্য জেলা এর হেফাজতে হইতে গ) ০১টি সাদা রংয়ের কার্তুজ, যাহার পিছনের অংশে NOBEL 12 SPORT 12 লেখা আছে, ঘ) ১টি সাদা রংয়ের কার্তুজ, যাহার পিছনের অংশে ১২ * ১২ * ১২ * ১২ * লেখা আছে, ঙ) ৪টি চাঁদা আদায়ের রশিদ বই, যাহার প্রতিটি পাতায় জনতার মুক্তির সংগ্রামে এগিয়ে আসুন সহ আরো অন্যান্য লেখা আছে, চ) ১টি realme এ্যাশ কালার মোবাইল সেট, যাহার IMEI-1-862453052762372 101, IMEI-2-862453052 7623641, যাহার মধ্যে রবি কোম্পানির ০১৮৩৬-৫৭১৮১৯ সীমকার্ড আলামতসহ আসামীদ্বয়কে গ্রেফতার পূর্বক বিধি মোতাবেক বিজ্ঞ আদালতে সোপর্দ করা হইল।