নোটিশ :
hathazarinews.com ওয়েব সাইটে আপনাকে স্বাগতম...
সংবাদ শিরোনাম:
সাংবাদিক আব্দুল আউয়াল রোকনের পিতার মৃত্যুবার্ষিকীতে হাটহাজারী অনলাইন প্রেসক্লাবের শ্রদ্ধা  হাটহাজারীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে মারা যাওয়া দুই পরিবারকে দেখতে গেলেন উপদেষ্টা ফারুক-ই আযম ফরহাদাবাদে নিজের গ্রামের বাড়িতে ঈদের নামাজ আদায় করলেন উপদেষ্টা ফারুক ই আজম  শাহ সূফী ছৈয়্যদ আবদুচ্ছালাম ঈছাপুরী (রহঃ)”র  ওরছ শরীফ মহাসমারোহে অনুষ্ঠিত হাটহাজারী সাংবাদিক ফোরামের ইফতার মাহফিল অনুষ্ঠিত হাটহাজারীতে বাসার রুমে খেলাধুলা করতে গিয়ে দরজা লক: আটকে পড়া শিশুকে উদ্ধার করলো ফায়ার সার্ভিস  আমান বাজারে কোটি টাকার বিভিন্ন ব্রান্ডের বিদেশী সিগারেট নিয়ে ডিবি পুলিশের জালে ধরা ২ দক্ষিণ মাদার্শা কৃষি জমির টপসয়েল কাটায় লাখ টাকা জরিমানা নাঙ্গলমোড়ায় কৃষি জমির টপসয়েল কাটার দায়ে ৫০ হাজার টাকা জরিমানা রাষ্ট্রীয় মর্যাদায় চির শায়িত বীর মুক্তিযোদ্ধা জহুর আহম্মদ
অপহরণের পরে হত্যা করা মামলার আসামী ধরলেন র্যাব 

অপহরণের পরে হত্যা করা মামলার আসামী ধরলেন র্যাব 

নিজস্ব প্রতিবেদক:

রাউজানে অপহরন মামলার মূলহোতা ও অপহরণের পরে হত্যা মামলার দীর্ঘদিন ধরে গ্রেফতারী পরোয়ানাভুক্ত পলাতক এবং ১০ মামলার আসামী বাছনী @বাছইন্যা (৪৫)’ কে আটক করেছে র‌্যাব-৭।

সোমবার (২০ ফেব্রুয়ারী) বিকাল ৪টা ১০ মিনিটের দিকে তাকে আটক করা হয়।

র্যাব ৭ এর সিনিয়র সহকারী মিডিয়া পরিচালক মোঃ নুরুল আবছার বলেন, গত ৫ অক্টোবর ২০০৩ইং তারিখ বিকাল আনুমানিক ১৬০০ ঘটিকায় ভিকটিম মোঃ নাসের আহমেদ রানা তার ফুফাত বোনের বাড়িতে বেড়াতে যান। ঐদিন সন্ধ্যা আনুমানিক ১৯০০ ঘটিকায় নাসের আহমেদ তার ফুফাত বোনের জামাতা সহ বাড়ি ফেরার জন্য রাস্তায় গাড়ির জন্য অপেক্ষা করছিলেন। এসময় আসামী বাছনী এবং তার আরও কয়েকজন সহযোগী তাদেরকে অস্ত্রের মুখে জোরপূর্বক অপহরণ করে একটি প্রাইভেটকারযোগে অজ্ঞাত স্থানে নিয়ে যায়। পরবর্তীতে ভিকটিম নাসের আহমেদ এর লাশ পাওয়া গেলে ৫ জনকে আসামি করে রাউজান থানায় একটি মামলা রুজু হয় যার মামলা নং ০৩ তাং-০৬ অক্টোবর ২০০৩ ধারা- ৩৬৪/৩০২/৩৪ পেনাল কোড। মামলা রুজুর পর হতে আসামী বাছনী @বাছইন্যা আইন শৃংখলা বাহিনীর নিকট হতে গ্রেফতার এড়াতে পলাতক থাকায় বিজ্ঞ আদালত তার বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারী করেন।

এছাড়াও গত ৩০ ডিসেম্বর ১৯৯৭ ইং তারিখে আসামী বাছনী জনৈক ভিকটিমের ঢুকে পুলিশ ধাওয়া করে বলে একটু আশ্রয় চায়। পরবর্তী বাছনী ভিকটিমকে পুলিশ আসছে কিনা একটু দেখতে বলে। ভিকটিম বাড়ির বাহিরে গেলে আসামী বাছনী তার সহযোগীদের সহায়তায় টেক্সিতে করে ভিকটিমকে অপহরণের চেষ্টা করে। পরবর্তীতে ভিকটিমের চিৎকারে আশেপাশের লোকজন ছুটে এসে ভিকটিমকে উদ্ধার করে। এ ঘটনায় ভিকটিম চট্টগ্রাম জেলার রাউজান থানায় অপহরণকারীদের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন যার মামলা নং ৮(১২)৯৭, ধারা- ৩৬৩/৩৮৭ পেনাল কোড। পরবর্তীতে উক্ত মামলা রুজু হলে বিজ্ঞ আদালত বিচার কার্য পরিচালনা শেষে গত ১২ অক্টোবর ২০১১ আসামী বাছনীকে ০৭ বছর সশ্রম কারাদন্ড এবং পাঁচ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ছয় মাসের সশ্রম কারাদন্ড প্রদান করেন এবং আসামী বাছুত এর বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারী করেন।

র‌্যাব-৭, চট্টগ্রাম বর্ণিত অপহরন মামলার মূলহোতা ও অপহরন পূর্বক হত্যা মামলার দীর্ঘদিন ধরে পলাতক গ্রেফতারী পরোয়ানাভুক্ত আসামীকে গ্রেফতারের লক্ষ্যে গোয়েন্দা নজরধারী অব্যাহত রাখে। নজরধারীর এক পর্যায়ে র‌্যাব-৭, চট্টগ্রাম জানতে পারে যে, আসামী বাছনী @বাছইন্যা চট্টগ্রাম জেলার রাউজান থানাধীন নোয়াপাড়া চৌধুরীর হাট এলাকায় অবস্থান করছে। উক্ত তথ্যের ভিত্তিতে র‌্যাব-৭, চট্টগ্রামের একটি আভিযানিক দল গত ২০ ফেব্রুয়ারি ২০২৩ ইং তারিখ ১৬১০ ঘটিকায় বর্ণিত স্থানে অভিযান পরিচালনা করে আসামী বাছনী @বাচুইন্যা(৪৫), পিতা-জেবর মুল্লুক, সাং-সামিদার কেয়াং, থানা-রাউজান, জেলা-চট্রগ্রামকে গ্রেফতার করতে সক্ষম হয়। পরবর্তীতে উপস্থিত সাক্ষীদের সম্মুখে আটককৃত আসামীকে জিজ্ঞাসাবাদে বর্ণিত মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামী মর্মে স্বীকার করে। উল্লেখ্য যে, উক্ত আসামি তার গ্রেফতার এড়ানোর জন্য কৌশলে বিদেশে পালিয়ে যাওয়ার সময় আটক হয়। গ্রেফতারকালীন সময় তার নিকট বিদেশ যাওয়ার পাসপোর্ট ও বিমানের টিকেট সহ তাকে আটক করা হয়।

উল্লেখ্য, সিডিএমএস পর্যালোচনা করে গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে চট্টগ্রাম জেলার রাউজান ও পাচঁলাইশ থানায় হত্যা, অপহরণ এবং বিভিন্ন সন্ত্রাসী কর্মকান্ডসহ সর্বমোট ১০টি মামলা পাওয়া যায়।

গ্রেফতারকৃত আসামীর সংক্রান্তে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহনের নিমিত্তে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন




সর্বস্বত্ব সংরক্ষিত,© এই সাইডের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com