নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল এর পূর্বগেইট এর কয়েকটি ফার্মেসীতে সরকারিভাবে নিষিদ্ধ ও অনুমোদনবিহীন বিদেশী ঔষুধ বিক্রি করায় দুই ফার্মেসীকে ৪০ হাজার টাকা জরিমানা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ইউসুফ হাসান।
বৃহস্পতিবার (২০ মে) বিকাল ৪.৩০টায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল এর পূর্বগেইট এর কয়েকটি ফার্মেসীতে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
মোবাইল কোর্ট পরিচালনাকালে চমেক পূর্বগেইটে শাহানো মেডিকো" থেকে প্রায় ১ লক্ষ ২০ হাজার টাকা মূল্যমানের ও "ইমন মেডিকেল হল" থেকে প্রায় ৩০হাজার টাকা মূল্যমানের ঔষুধ প্রশাসনের অনুমোদনহীন ও আমদানীকারক এর সীল বিহীন বিদেশী ঔষুধ জব্দ করা হয়। অপরাধ স্বীকার করায় উভয় ফার্মেসীকে ২০হাজার করে মোট ৪০হাজার টাকা অর্থদন্ড প্রদান করা হয়।
মোবাইল কোর্ট পরিচালনা করেন সহকারী কমিশনার(ভূমি) চান্দগাঁও সার্কেল ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ইউছুফ হাসান ও এসময় সহযোগিতা করেন ঔষুধ প্রশাসন অধিদপ্তর, চট্টগ্রাম জেলা কার্যালয়ের তত্ত্বাবধায়ক ও পাচলাইশ থানা পুলিশের একটি দল।