তরুণ গল্পকার: আহমেদ মুকসিত আইনান:
নিলয় কিছু না বলে খাতা নিয়ে চ তার সিট চলে গেলো। আলিফ বলল, নিলয় খাতা দিয়ে দে না হয় ভালো হবে না কিন্তু। নিলয় বলল,কি ভালো হবে না আমাকে মারবি। সেটা ভলো হবে না। আই না মারত। নিলয় এখানে সবচেয়ে খারাপ ছাত্র।
শক্তি তেও তাই, পড়াশোনায় গাদার গাদা। তার উপর কেউ কথা বলতে সাহস পায় না, তখন সার ক্লাসে ঢুকলো । মৃদুস্বরে নিলয় বলল, এবার দেখবি মজা। করা শেষ হলে নিলয় স্যারকে বলল, স্যার দেখেন আলিফ খাতায় কি সব একে খাতা নষ্ট করছে।
স্যার বলল, আলিফ এসব কি, তুমি বড় হয়েছ। তুমি খাতা নষ্ট করছো কেন। ছেলেমানুসি গুলো ছেড়ে দাও।তোমার বুদ্দিগুলো ব্যবহার কর।আলিফ নিচু স্বরে কি বলে ও আর বলল না।ক্লাস, শুরু হয়ে গেল। এর পরের ঘটনা আরো বেশি ঝামেলা। কেও তার ব্যাগ ব্যাগ নিয়ে গছে। আলিফের মনে হচ্ছে ওই জীবটা তার ব্যাগ নিয়ে গেছে। পরের ঘণ্টায় জারুল স্যার।…..চলবে
তরুণ গল্পকার: আহমেদ মুকসিত আইনান