নিজস্ব প্রতিবেদক:
নগরীর কোতোয়ালী থানাধীন কদমতলী রেললাইনের উত্তরপাশ থেকে বিভিন্ন প্রকারের চেতনা নাশক ট্যাবলেট, কালো রংয়ের পাউডার, বিশেষভাবে তৈরীকৃত হালুয়া, মলম ও মধুসহ অজ্ঞান পাটির সদস্য মোঃ রবিন ও মোঃ ইদ্রিসকে আটক করে ডিবি পুলিশ।
শনিবার (১৫ এপ্রিল) বিশেষ অভিযান চালিয়ে এ দুইজন কে আটক করা হয়।
মহানগর গোয়েন্দা বিভাগের উপ-পুলিশ কমিশনার নিহাদ আদনান তাইয়ান বলেন,গোপন সংবাদের ভিত্তিতে নগরীর কোতোয়ালী থানাধীন কদমতলী রেললাইনের উত্তরপাশে পাকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে মোঃ রবিন ও মোঃ ইদ্রিসকে বিভিন্ন প্রকারের চেতনা নাশক ট্যাবলেট, কালো রংয়ের পাউডার, বিশেষভাবে তৈরীকৃত হালুয়া, মলম ও মধুসহ বিভিন্ন পথচারী ও যাত্রীবাহী গাড়ির মধ্যে উঠে সাধারণ যাত্রীদেরকে অজ্ঞান করে তাদের বিভিন্ন দামি জিনিসপত্র,স্বর্ণালংকার ও টাকা পয়সা ছিনিয়ে নেওয়ার জন্য অপেক্ষিত থাকা অবস্থায় তাদেরকে আটক করেন।
গ্রেফতারকৃত ব্যক্তিরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানায় যে ধৃত মোঃ রবিন তাদের এই মলম পার্টি চক্রটির নেতৃত্ব দেয় এবং মোঃ ইদ্রিস তার সহযোগী হয়ে বাসে সাধারণত যাত্রীদের সাথে বসে তাদের ভিতরে বিশ্বাস যোগিয়ে তাদেরকে মোঃ রবিনের দেখানো বিভিন্ন হালুয়া,মলম ও ওষুধ খাওয়ার জন্য উদ্বুদ্ধ করে। এতে করে সাধারণ যাত্রীরা মলম কিনে বা হালুয়া খেয়ে অজ্ঞান হয়ে পড়লে তাদের বিভিন্ন দামী জিনিসপত্র, স্বর্ণালংকার ও টাকা পয়সা ছিনিয়ে নেওয়ার জন্য পরস্পর যোগসাজোসে বর্নিত ঘটনাস্হলে অবস্হান করছিলো মর্মে প্রাথমিক তদন্তে জানা যায়।